E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১১:১৩:২২
ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লাইন। হোয়াইট হাউসের তরফ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। ওই আলোচনায় তিনি রুশ কর্মকর্তাদের ভুল তথ্য দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত মাসের শেষের দিকে হোয়াইট হাউস এ বিষয়ে বিচার বিভাগকে সতর্ক করেছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়। সে বলা হয়েছিল, রুশ ব্লাকমেইলের বিষয়ে অবগত ছিলেন ফ্লাইন।

এর আগে শীর্ষ ডেমোক্রেটরাও ফ্লাইনকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে ফ্লাইনের পদে অন্তর্বতীকালীন জেন জোসেপ কেইথ কিলোগকে নিয়োগ দেয়া হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test