E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘মুম্বাই হামলায় পাকিস্তান সরকারের কোনো ভূমিকা নেই’

২০১৭ মার্চ ০৬ ১৭:৩২:০৩
‘মুম্বাই হামলায় পাকিস্তান সরকারের কোনো ভূমিকা নেই’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আলী দুররানি অবশেষে স্বীকার করলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা ২০০৮ সালে মুম্বাই হামলা চালায়।

একইসঙ্গে তিনি বলেছেন, মুম্বাই হামলায় পাকিস্তান সরকারের কোনো ভূমিকা নেই।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

সোমাবার দিল্লিতে ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস আয়োজিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শীর্ষক এক অনুষ্ঠানে মুম্বাই হামলাকারীদের সম্পর্কে এ দাবি করেন দুররানি।

তিনি বলেন, পাকিস্তানভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ২৬/১১ মুম্বাই হামলা চালায়, যেটি ছিল আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার মতো ঘটনা।

এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত-উদ-দোহার নেতা হাফিজ সাইদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন দুররানি। তিনি বলেন, ‘সাইদের কোনো উপযোগিতা নেই, আমাদের তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।’

সম্প্রতি পাকিস্তানের প্রতি ভারত আহ্বান জানায়, ২০০৮ সালের মুম্বাই হামলার তদন্ত আবার করা হোক এবং হাফিজ সাইদকে বিচারের মুখোমুখি করা হোক।

এর প্রতিক্রিয়ায় এ মামলার ২৬ জন ভারতীয় সাক্ষীকে পাকিস্তানে পাঠানোর জন্য ভারত সরকারের কাছে পাকিস্তানি কর্তৃপক্ষ অনুরোধ করে।

৩০ জানুয়ারি থেকে হাফিজ সাইদসহ জামাত-উদ-দোহা ও ফালাহ-ই-ইনসানিয়াতের চার নেতা বর্তমানে গৃহবন্দি রয়েছেন। এ ছাড়া সন্ত্রাসী তালিকায় সাইদের নাম অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।

মুম্বাই হামলার পর গৃহবন্দি হন সাইদ কিন্তু ২০০৯ সালে আদালত তাকে মুক্তি দেয়।

(ওএস/এএস/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test