E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রেসিডেন্ট পার্কের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ২

২০১৭ মার্চ ১০ ১৭:৩১:৩৬
প্রেসিডেন্ট পার্কের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে আদালতের রায় দেওয়ায় শুক্রবার দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্যক্তিগত লাভের লক্ষ্যে চোই নামে এক পুরোনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগে গত বছর বিক্ষোভ করে দক্ষিণ কোরিয়ার জনগণ। এর পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দেন দেশটির পার্লামেন্ট সদস‌্যরা। এরপরই দেশটির প্রধানমন্ত্রী কাছে দায়িত্ব হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান হাই। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত পার্লামেন্টের সিদ্ধান্তকেই বহাল রাখে।

রায় ঘোষণার পর পার্কের কয়েকশ সমর্থক পুলিশের বাধা পেরিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এদের অধিকাংশই বয়সে প্রবীন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ৭২ বছর। মাথায় আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, সংঘর্ষে ছয় বিক্ষোভকারী আহত হয়েছে।

(ওএস/এএস/মার্চ ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test