E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮

২০১৭ মার্চ ১১ ১৫:৩০:৪৯
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ভোরে মাদাগাস্কারের জাতীয় সম্প্রচার মাধ্যমে দুর্যোগ ব্যবাস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী থিয়েরি ভেন্টি বলেছেন, ‘প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়টি নিস্তেজ হয়ে গেছে।’

তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে সারা দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভূমিধসের কারণে এক পরিবারের সব সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের সঙ্গে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় প্রায় ১ লাখ ৫৩ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী আনটানারিভোতেই ৩২ হাজারের বেশি লোক ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ঘূর্ণিঝড় এনাউ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে। প্রচণ্ড ঝড়ে ২ লাখ ৩০ হাজার লোক বসবাসকারী জেলা আনতালাহার রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং জেলার সঙ্গে সার্বিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। দাতব্য সংস্থা রেডক্রস জানিয়েছে, ২০১২ সালের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রায় সাত লাখ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test