E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘প্রবাস থেকেও দেশের গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে’

২০১৮ জানুয়ারি ০৩ ১৫:১৭:৪০
‘প্রবাস থেকেও দেশের গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে’

প্রবাস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউইয়র্কে সমাবেশ করেছে ‘যুক্তরাষ্ট্র সিলেট বিভাগীয় ছাত্রদল’। সমাবেশে বক্তারা বলেছেন, দেশে জনগণের নির্বাচিত সরকার নেই। আইনের শাসন ও কথা বলার অধিকার নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে প্রবাস থেকেও। স্থানীয় সময় ১ জানুয়ারী সোমবার রাতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাবাজার এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে আয়োজিত এ সমাবেশে যুক্তরাষ্ট্র ছাত্রদল ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কেক কেটে ছাত্রদলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাশা মওদুদের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট ছাত্রদলের সভাপতি আশফাক চৌধুরী জামির পরিচালনায় সমাবেশে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য রেজাউল করিম মুরাদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা ইমরান রন শাহ, যুক্তরাষ্ট্র যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট যুব দলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, যুক্তরাষ্ট্র যুব দলের ওয়েছ আহমেদ, স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক খলকুর রহমান, ব্রঙ্কস বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তপদীর রায় ভূবণ, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদ টিটু, রুহুল রকি, সিলেট জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ খান, শরিফ আহমেদ, মনির ইলাহী চৌধুরী, আকিকুর চৌধুরী জাবের, মমিনুল ইসলাম মিয়া, কানু দেব, শংকর গোস্বামী, আবু সাহেদ, খালিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা সহ জাতির র্দুদিনে পাশে দাড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তার সেই আশা পুরণে ছাত্রদলকে সকল ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শুরু করতে হবে সরকার পতনের দুর্বার আন্দোলন। তারা বলেন, জাতির এই দুর্দিনে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যের বিকল্প নেই।

বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে জনগণের নির্বাচিত সরকার নেই। আইনের শাসন নেই। কথা বলার অধিকার নেই। এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে গোটা জাতি আজ বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে সকলকে শপথ নিতে হবে।

যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, হামলা-মামলার শিকার বিএনপি নেতা-কর্মীদের আর্থিক-মানসিক সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। তিনি ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের অহঙ্কার ইলয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

(পিবি/এসপি/জানুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test