বেইন নির্বাচন
বোস্টনে আদালত অবমাননার দায়ে তিন বাংলাদেশির ১ লাখ ৩৪ হাজার ডলার জরিমানা

ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠনের নির্বাচনে আদালতের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্তসহ ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ঐতিহাসিক রায় দিয়েছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি আদালত। বোস্টনে বাংলাদেশিদের প্রিয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম সংক্রান্ত আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার যাবতীয় খরচ ১ লাখ সাড়ে ৩৪ হাজার ডলার আসামীদেরকে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিজ্ঞ বিচারক জেনিস ডাব্লিউ হাউ গত ২৫ নভেম্বর উক্ত রায় ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে এই প্রথম ভোট কারচুপির বিরুদ্ধে আদেশ দিলেন ম্যাসাচুসেটসের একটি আদালত। এর আগে বাংলাদেশি কমিউনিটির নির্বাচন সংক্রান্ত কোন মামলায় এমন রায় ঘোষণা করা হয়েছে বলে জানা যায়নি।
জানা যায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর গত ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে বেইনের নির্বাচনে সভাপতিপ্রার্থী মাহবুব-ই খোদা ওরফে খোকা'র আনীত অভিযোগের প্রমাণ পেয়ে চলতি বছরের ১২ জুলাই লরেন্স উচ্চতর আদালতের সহযোগী বিচারক ক্রিস্টেন বাক্সটন ২০২৩ সালের বেইন-এর নির্বাচনী ফলাফল বাতিলের আদেশ দেন। একই সঙ্গে বিবাদীপক্ষকে মামলার সকল খরচ বহন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার জন্য বেইন-এর কার্যনির্বাহী পরিষদকে নির্দেশ প্রদান করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে গত ৫ অক্টোবর নতুন নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। নতুন এ নির্বাচনে অংশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন তানভির-তাজ-শান্তা পরিষদ। নির্বাচন কমিশনার নিরুপায় হয়ে গত ২৭ সেপ্টেম্বর খোকা-সাজু-রাজিব পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
মামলা চলাকালীন সময়ে বাদী ও বিবাদী পক্ষের মোট ১০ জন আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। বাদী পক্ষের স্বাক্ষীরা হলেন-গোলাম আজম, আশিকুর রহমান, আব্দুল্লাহ মাহমুদ, আবুল খান, শেখ বাহাউদ্দিন, সাজ্জাদ হোসেন ও মামলার বাদী মাহবুব খোদা, বিবাদী পক্ষের স্বাক্ষীরা হলেন-আসামী সালাউদ্দিন খান, আসামী পারভিন চৌধুরী ও জলিল চৌধুরী।
আদালত ও বেইন-এর বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর দু’দিন ব্যাপী বোস্টনে বাংলাদেশি সংগঠন অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনের ১ মাস আগে থেকেই প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন খোকা-সাজু-রাজিব পরিষদ। তাদের এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদে সাথে যোগসাজস করে পূর্ব পরিকল্পিতভাবে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি ‘ডাকযোগে ভোট প্রদান’ প্রক্রিয়াসহ আগাম ভোটের বন্দোবস্ত করেন।
এ সংবাদ পেয়ে খোকা-সাজু-রাজিব পরিষদ ডাকযোগে ভোট প্রদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। বিষয়টি বারবার জানানো সত্বেও খোকা-সাজু-রাজিব পরিষদের কোন অভিযোগকে গুরুত্ব দেননি নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। ফলে নিরুপায় হয়ে খোকা-সাজু-রাজিব পরিষদ আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত ৭ নভেম্বর ম্যাসাচুসেটসের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় লরেন্স সুপরিয়র কোর্টের বিজ্ঞ বিচারক জেনিস ডব্লিউ হাউ ‘ডাকযোগে ভোট প্রদান’ প্রক্রিয়া বন্ধের আদেশ প্রদান করেন।
নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদের সাথে গোপন ষড়যন্ত্র করে ভোট গ্রহণের নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে তানভির-তাজ-শান্তা পরিষদকে সাথে নিয়ে ওবার্ন, নিউ বেডফোর্ড ও ডরচেষ্টার শহরে গিয়ে রাতের অন্ধকারে আগাম ভোট গ্রহণ করেন। সভাপতি প্রার্থী মাহবুব-ই খোদা উক্ত ভোট বতিলের আবেদন জানালে বিজ্ঞ আদালত গঠনতন্ত্র পরিপন্থি ‘ডাকযোগে ভোট’ গ্রহণ এবং রাতের অন্ধকারে আগাম ভোট বাতিল ঘোষণা করেন।
মামলায় নিজের ক্ষতিপূরণ দাবি করে গত ৩০ অক্টোবর নতুন একটি মামলা দায়ের করেন মাহবুব-ই-খোদা (খোকা)। ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিজ্ঞ বিচারক জেনিস ডাব্লিউ হাউ গত ২৫ নভেম্বর তাঁর ঘোষিত রায়ে বলেন, বোস্টনে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর গত ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে বেইনের নির্বাচনে সভাপতিপ্রার্থী মাহবুব-ই খোদা ওরফে খোকা'র আনীত অভিযোগের যেহেতু প্রমাণ পাওয়া গেছে সেহেতু মামলার বাদী মাহবুব-ই খোদার মামলা পরিচালনাকালীন সময়ে আইনজীবি এবং যাবতীয় খরচ বাবদ ১ লাখ ৩৪ হাজার ৫ শত ৬৬.৩৪ ডলার আসামী পক্ষ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভির মুরাদকে বহন করতে হবে। তিনি উল্লেখ করেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আইনজীবীদের পারিশ্রমিক যোসেফ পি কালান্দ্রেলিকের প্রতি ঘন্টায় ৪৫০ ডলার, স্টেফেনি আর পার্কারকে প্রতি ঘন্টায় ৪৩৫ ডলার এবং সহযোগী আইনজীবী টিমোথি জে পেরিকে প্রতি ঘন্টায় ৩২৫ ডলার এবং একজন প্যারালিগ্যালকে প্রতি ঘন্টায় ১৬৫ ডলার। মোট ২৭৪.৬ ঘন্টার মজুরি প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক জেনিস ডাব্লিউ হাউ।
উক্ত রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় খোকা-সাজু-রাজিব পরিষদের সভাপতিপ্রার্থী মাহবুব-ই-খোদা (খোকা) বলেন, আমরা সবময় সত্যের পথেই ছিলাম এবং থাকবো। তাই আমাদের বিজয় হয়েছে। তার পরিষদকে সমর্থন প্রদানে বোস্টন বাংলাদেশি কমিউনিটির সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।
(আইএ/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘হাসিনার নির্দেশেই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার হয়’
- ‘আ.লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে’
- শ্যামনগর বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- কুষ্টিয়ায় জিকে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
- প্লট জালিয়াতি, শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু
- ‘আমরা এমন জাতি নিজেদের সন্তানদেরও পুড়িয়ে মারি’
- ‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না’
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- নিজেকে বাঁচাতে মাকে দিয়ে বাদির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সন্ধিগ্ধ আসামী রফিকুলের!
- জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা
- আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- সাত উপাচার্যের অংশগ্রহণে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের 'শিক্ষা সমাপনী
- হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ
- ‘৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই’
- ‘সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে’
- শ্রীনগরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চলছে স্বাস্থ্য সেবা
- হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা
- ‘গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে’
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন
- ১০২ এসিল্যান্ড প্রত্যাহার
- জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের
- ‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- ‘আমরা এমন জাতি নিজেদের সন্তানদেরও পুড়িয়ে মারি’
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- মহুয়া বনে
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
- প্লট জালিয়াতি, শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ