E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মামদানী

২০২৫ আগস্ট ০৯ ১৭:২৮:০৫
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মামদানী

ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানী মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

মামদানী গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন,আজ আমরা জেনেছি, অ্যান্ড্রু কুয়োমো সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করছেন যদিও এই প্রেসিডেন্ট মুখোশধারী এজেন্ট পাঠিয়ে আমাদের প্রতিবেশীদের রাস্তায় থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং সেই সামাজিক সেবা কেটে দিচ্ছেন, যার ওপর বহু নিউ ইয়র্কবাসী নির্ভর করে।

তিনি আরও বলেন, এটি অযোগ্যতার প্রমাণ এবং আমাদের শহরের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

নিউ ইয়র্ক টাইমস বুধবার জানায়, আটজন সূত্র বলেছে যে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন নির্বাচনে হস্তক্ষেপ করে যাতে মামদানী নভেম্বরের নির্বাচনে জিততে না পারেন।

টাইমস-এর মতে, এক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং নিউ ইয়র্কের কিছু ব্যবসায়ীকে সম্প্রতি প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেছেন মামদানীর কোন প্রতিদ্বন্দ্বী তার মতে ডেমোক্র্যাটিক প্রার্থীকে হারাতে পারে।

টাইমস আরও জানিয়েছে, ট্রাম্প এবং নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী, গত কয়েক সপ্তাহে এক ফোন কলে এই নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। তবে কুয়োমো বৃহস্পতিবার এ প্রতিবেদনের বিরোধিতা করেছেন।

কুয়োমো এক সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করতে পারছি না শেষবার কবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। আমি কখনোই তার সঙ্গে মেয়র নির্বাচন নিয়ে কথা বলিনি।

মামদানীর বুধবারের পোস্টে টাইমস প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তার নিজের এক ভিডিও ক্লিপও যুক্ত ছিল, যেখানে তিনি ট্রাম্পকে কুয়োমোর সঙ্গে 'ষড়যন্ত্র' করার জন্য তিরস্কার করেছেন।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই সদস্য বলেন, এটি ডোনাল্ড ট্রাম্প নিজে, যিনি সরাসরি এমন প্রার্থীদের সঙ্গে ষড়যন্ত্র করছেন যারা জনগণকে রক্ষা করার দায়িত্ব ছেড়ে দিয়ে, ওয়াশিংটন ডিসির সেই প্রশাসনের সহায়তায় ক্ষমতা দখল করতে চাইছেন।

(আইএ/এসপি/আগস্ট ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test