E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে মুসলিম উম্মাহর মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা

২০২৫ আগস্ট ১২ ১৮:১৬:২৮
যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে মুসলিম উম্মাহর মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা

ইমা এলিস, নিউ ইয়র্ক : আগামীতে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও মুসলিম উম্মাহর মহাসম্মেলন করার চিন্তা করেছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র কর্মকর্তারা। ফিলাডেলফিয়ার প্রাণকেন্দ্র পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে একটানা সাত বছর ধরে মুনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপযুক্ত ভ্যেনু পাওয়া গেলে আগামীতে যুক্তরাষ্ট্রের যে কোন রাজ্যে এ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। তিন দিনব্যাপী ৮ম বার্ষিক মহাসম্মেলনে তৃতীয় দিন রবিবার (১০ আগষ্ট) সকালে পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে বাংলা সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে মুনা’র জাতীয় সভাপতি ইমাম দেলুয়ার হুসাইন এসব কথা বলেন।

মার্কিন বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস'র এক প্রশ্নের জবাবে ইমাম দেলুয়ার হুসাইন বলেন, আমাদের প্রথম সম্মেলনটি হয়েছিল নিউ ইয়র্কে। এরপর থেকে টানা সাত বছর ধরে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।

ফিলাডেলফিয়ায় সম্মেলন হওয়ায় পেনসিলভানিয়া ও পার্শ্ববর্তী ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ডেলাওয়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভারমন্ট, রোড আইল্যান্ডসহ অনেক রাজ্যের মানুষের গাড়ি চালিয়ে যাতায়াতের ব্যাপক সুবিধা রয়েছে। দুরের কোন রাজ্যে এ সম্মেলন হলে অনেকেই যাবার আগ্রহ হারাবে বলে উল্লেখ করেন তিনি।

পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারের মত বৃহৎ পরিসরের কোন ভেন্যু পাওয়া গেলে আগামীতে অন্য অঙ্গরাজ্যেও হতে পারে মুসলিম উম্মাহ মহাসম্মেলন। এ নিয়ে চিন্তাভাবনা চলছে, তবে কানাডায় সম্মেলন করার কোন চিন্তা আপাতত নেই বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদকর্মীদের নানা পরামর্শ ও উপদেশ বিবেচনায় রেখে আগামীতে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে নানা অসুবিধাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।

মুনা’র জাতীয় সভাপতি ইমাম দেলুয়ার বলেন, যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম ও টেলিভিশনের কল্যাণে আজ মুনা সম্মেলনের ব্যাপক প্রচার পাচ্ছে। আগামী দিনেও এমনিভাবে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র একটি শক্তিশালী মিডিয়া টিম রয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন মুনা’র জাতীয় মিডিয়া পরিচালক আনিসুর রহমান গাজী, তাকে সহায়তা দিচ্ছেন মমিনুল ইসলাম মজুমদার ও রশিদ আহমেদ।

সভায় মুসলিম উম্মাহ মহাসম্মেলনর আহবায়ক ও নির্বাহী পরিচালক আরমান চৌধুরী (সিপিএ), মুনা’র জাতীয় সাবেক সভাপতি হারুন অর রশিদ সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, রশিদ আহমেদ,‌ এম নুরুজ্জামান, আব্দুল্লাহ আল আরিফ ও আমিনুর রসুল জামশেদসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

(আইএ/এসপি/আগস্ট ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test