মাইলফলকের পথে আটলান্টার ফোবানা সম্মেলন

ইমা এলিস, নিউ ইয়র্ক : উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের আর মাত্র ১২ দিন বাকি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৯তম ফোবানা সম্মেলন মাইলফলক অর্জনের প্রচেষ্টায় এগিয়ে চলছে আটলান্টার জনপ্রিয় বাংলাদেশি সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন 'বাংলাধারা'। 'প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকরণে বাংলাদেশের অবস্থান' শীর্ষক শ্লোগানে এবার বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনাসহ ব্যতিক্রমী সম্মেলনের আশা করছেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ৮০টিও বেশি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য। ২৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শতশত শিল্পী ও কলা-কুশলীরা আগামী ২৯ আগষ্ট ছুটে যাবেন আটলান্টায়।
৩৯তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ৩৯তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯-৩১ আগস্ট আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে (হোটেল ওয়েস্টিন)-এ অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে অংশগ্রহণকারী কলা-কুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন বলে আশা করছেন ফোবানার চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৪০তম ফোবানা সম্মেলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন মাসুদ রব চৌধুরী ও আবীর আলমগীর।
৩৯তম ফোবানা সম্মেলনের আহবায়ক নাহিদুল খান সাহেল ও সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়ার মতে এবারের সম্মেলনে সবকিছুই এমনভাবে সাজানো হয়েছে কোন দর্শকশ্রোতাকে কখনই একঘুয়েমি লাগবে না। গত ৩৮ বছরের রেকর্ড ভাঙতে অনেক কিছুতেই থাকবে নতুনত্ব আর বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা। দর্শকশ্রোতারা তিন দিনেই উপভোগ করতে পারবেন অনাবিল আনন্দ। এর জন্য আয়োজক সংগঠন বাংলাধারা'র শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী দিনরাত কাজ করছেন বলেও উল্লেখ করেন তারা।
নাহিদুল খান সাহেল ও সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, সবকিছুতেই আমরা গুরুত্ব দিচ্ছি। ব্যবসায়ীদের নিয়ে যে সেমিনার ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে তা হবে স্মরণকালের সেরা। অন্যান্য সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনায়ও থাকবে কিছুটা ব্যতিক্রম।
৩৯তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট ডিউক খান বলেন, আটলান্টায় এবারে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফোবানা সম্মেলন। এর আগে ৪টি সম্মেলন সফল ও সার্থক হয়েছে। তবে এবারে আরও একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। এবারও সম্মেলনকে সফল ও সার্থক করেতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শকশ্রোতাদের মনের মতো করে সাজানো হচ্ছে তিন দিনের নানা কর্মসূচি। যা হবে একেবারেই ব্যতিক্রম। মওলা দিলু এবং কাজী নাহিদ প্রধান সমন্বয়ক সিনিয়র সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবারের ফোবানা সম্মেলনে।
নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জন সংযোগসহ হৃদ্যতা বাড়াতে ৩৮ বছর ধরে ফোবানা বিশেষ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মকে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তা বজায় রাখার পাশাপাশি নানা সমস্যার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেন। এতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বিরাট ভূমিকা পালন করেন ফোবানা।
৩৯তম ফোবানা সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে আশা করছেন কর্তৃপক্ষ। প্রত্যককে ১ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) মূল্যবান বৃত্তি প্রদান করা হবে।
এবারের সম্মেলনে বাংলাদেশের বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তি ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, বরাবরের মতো এবারও সম্মেলনে প্রবাস ও দেশের রাজনীতি এবং ট্রাম্প সরকারের নতুন প্রশাসন, বিভিন্ন স্টেটের গভর্নর, সিনেটর ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদীর পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে সেমিনার হবে।’
যা থাকছে এবারের ফোবানা সম্মেলনে
সামাজিক ইস্যু: মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক দিক। স্বাস্থ্য ও সুস্থতা: প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত দিক। প্রযুক্তি: প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। গঠিত পরিবেশ ও জলবায়ু: স্থাপত্য, পরিকল্পনা, শহরায়ন এবং টেকসই উন্নয়ন।
ব্যবসা ও অর্থনীতি: ব্যবস্থাপনা, অর্থনীতি, উদ্যোক্তা, বাজার এবং অর্থনৈতিক নীতি। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি: পাঠদান, সৃজনশীল শিল্প, ডিজাইন, চলচ্চিত্র, মিডিয়া এবং সাহিত্য। সংস্কৃতি ও ঐতিহ্য: ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইয়থ ও নারী সংগঠনগুলোর বড় ধরনের পার্টিসিপেশন থাকবে।
কন্ঠশিল্পী সামিনা চৌধুরীর নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, কাব্য জলসা, সাহিত্যালোচনা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, কারুপণ্য শিল্পের প্রদর্শনী ও বর্ণীল ফ্যাশন শো থাকছে এবারের সম্মেলনে।
যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৮/১০ হাজার প্রবাসী বাংলাদেশিরা এবারের আটলান্টায় অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদী।
(আইএ/এসপি/আগস্ট ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- দশমীতে অশ্রুসিক্ত নয়নে ভক্তরা বিদায় জানালেন দেবীদুর্গাকে
- দেশীয় মাছের অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চারান বিল
- ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের
- ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে ২০৪টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন
- পাংশায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তি পূর্ণ ভাবে শারদীয় দুর্গা পুজা সম্পন্ন
- মুক্তিবাহিনী ধনবাড়ীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- সাতক্ষীরায় শারদীয়া দুর্গাপুজার সমাপ্তি
- বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
- ‘নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে উপদেষ্টার বক্তব্য’
- বিসিবি নির্বাচনে ১৫ ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তি স্থগিত
- সাতক্ষীরায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
- সাতক্ষীরায় পিসি চন্দ্র জুয়েলার্সের মালিকের বাড়ি থেকে সোনার গহনা ও নগদ টাকা লুট
- ‘২৪ বিপ্লবের রক্ষাকবজ জুলাই সনদ’
- সালথায় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
- প্রায় তিন বছর পর উন্মুক্ত কেওক্রাডং পর্বত, পর্যটকের ভিড়
- সাবেক এমপি মুক্তি-বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল কারাগারে
- সব বাধা পেরিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার জাহাজ, পথে আরও ২৩টি
- ‘আ.লীগের বিষয়ে কোনো ছাড় নয়’
- ‘সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব’
- সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর
- যশোর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ দেখল বাংলাদেশি স্বজনরা
- কাপ্তাই জোন অধিনায়ক কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শন
- ‘সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরা ভাইরাল হওয়া ছবিটি ভুয়া’
- ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে’
- রাহুল রাজের প্রেমের কবিতা
- বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর
- আটলান্টায় ফোবানা সম্মেলন পরিণত হলো পারিবারিক অনুষ্ঠানে
- মজাদার তালের বড়া বানাবেন যেভাবে
- মে দিবসের কবিতা
- বিশ্ব ডায়াবেটিস দিবস : লক্ষণ ও প্রতিরোধে করণীয়
- বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ
- গোলমরিচ ও তেজপাতার গল্প
- নারী ব্যালন ডি’অরে হ্যাটট্রিক স্পেনের বোনমাতির
- টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কা
- আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক যা করবেন
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
- জাতীয় নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা
- অস্কারের মঞ্চে ‘বাড়ির নাম শাহানা’
- টাইমস স্কয়ারে দুর্গাপূজা
- দেশীয় মাছের অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চারান বিল
- নিষিদ্ধ আওয়ামী লীগ: নির্বাচন, অভ্যন্তরীণ সংকট ও আঞ্চলিক ভূরাজনীতি
- অমলকান্তি