E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

একক গানে কানেকটিকাটের দর্শকদের মুগ্ধ করলেন ব্রিয়ানা বিশ্বাস

২০২৫ অক্টোবর ৩০ ১৭:০১:৩৩
একক গানে কানেকটিকাটের দর্শকদের মুগ্ধ করলেন ব্রিয়ানা বিশ্বাস

ইমা এলিস, নিউ ইয়র্ক : নিজের একক গানে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের প্রবাসীদের মাতালেন নতুন প্রজন্মের উদীয়মান সঙ্গীতশিল্পী ব্রিয়ানা বিশ্বাস। স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) ম্যানচেস্টারের সেকেন্ড কংগ্রেশনাল চার্চের মিলনায়তনে প্রচুর সংখ্যক দর্শকশ্রোতাদের উপস্থিতিতে একক সঙ্গীতানুষ্ঠানে জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন। ব্রিয়ানার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজক ছিলেন তার পরিবার ও ভক্তরা। কানেকটিকাটে ব্রিয়ানার প্রথম একক সঙ্গীতানুষ্ঠানে সাধারন দর্শক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠান চলে ১১টা পর্যন্ত। ব্রিয়ানা একের পর এক তার জনপ্রিয় বাংলা, হিন্দি ও ইংরেজি গান গেয়ে দর্শকশ্রোতাদের মাতিয়ে তোলেন। গান শুরুর আগেই ব্রিয়ানা বলেন, যারা আমার গানকে ভালবাসেন তাদেরকে এ মিলনায়তনে উপস্থিত দেখে আমি সত্যিই আনন্দিত। সবার ভালবাসায় আমি আজকে আপনাদের সামনে বিভিন্ন মঞ্চে প্রাণ খুলে গান গাইতে পারছি।

অনুষ্ঠানের মাঝে ব্রিয়ানার বাবা নিক্সন ও মা জলি বিশ্বাস তাদের মেয়ের শিশু ও কিশোরী বয়সের নানা স্মৃতিচারণ করে বক্তব্যে দেন। এছাড়াও বক্তব্য কানেকটিকাটের তার গানের শিক্ষাগুরু কানন হাসান, রাশিদা আখন্দ লাকী, শান্তা নাগ ও কৌশলী ইমা।

শাহরিয়ার রহমানের উপস্থাপনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ব্রিয়ানা ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন রাশিদা আখন্দ লাকী, লিটন গ্রেগরী, লিয়ন মন্ডল, বাঁশি বাজিয়ে শোনান রানী তালুকদার এবং কবিতা আবৃত্তি করেন মোল্লা বাহাউদ্দিন পিয়াল। শিল্পীদের তবলায় সঙ্গত করেন গৌরাঙ্গ বৈরাগী।

উল্লেখ্য, প্রায় ২০ বছর আগে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ব্রিয়ানার বাবা নিক্সন ও মা জলি বিশ্বাস। সাড়ে চার বছর বয়স থেকে গানের স্কুলে ভর্তি করান মেয়েকে। সেই থেকে অদ্যাবদি অবিরাম গানের চর্চা করে চলছেন ব্রিয়ানা। যুক্তরাষ্ট্র প্রবাসীদের কাছে একজন শিল্পী হিসাবে নিজেকে নতুন করে তুলে ধরতে চান নতুন প্রজন্মের উদীয়মান সঙ্গীতশিল্পী ব্রিয়ানা বিশ্বাস।

(আইএ/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test