E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে ঢাকায় সংবাদ সম্মেলন 

২০২৬ জানুয়ারি ১৩ ১৭:৪৬:০৮
৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে ঢাকায় সংবাদ সম্মেলন 

ইমা এলিস, নিউ ইয়র্ক : উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জহুর হলে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে নির্বাহী কমিটি ও স্বাগতিক কমিটির নেতারা ৪০তম সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক জয়নুল আবেদিন বলেন, গতানুগতিক ফোবানা সম্মেলন থেকে বেরিয়ে এবারের সম্মেলনকে একটি ভিন্ন ধারায় রুপান্তরিত করার আশা করছি। ফোবানাকে ইতিতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে দেন- ফোবানার নির্বাহী কমিটির নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, ফোবানা কর্মকর্তা রেহান রেজা, গোলাম ফারুক ভুঁইয়া, মকবুল আলী, নাহিদুল খান ও কাজী নাহিদ প্রমুখ।

চলতি বছর লেবার ডে উইকেন্ডে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী, গণমাধ্যমকর্মী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন।

(আইএ/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test