E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ

২০১৬ জুন ১১ ১২:৫২:০৯
জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ

হাকিকুল ইসলাম খোকন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা এবং একমাত্র তনয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গত ৫ জুন রবিবার , বিকাল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রিমিয়ামে অনুষ্টিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জ্যানু সাইউ ৭১- এর সভাপতি মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান জামিল। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সদস্য সচিব গোলাম মোস্তফা খান মেরাজ,ডা:কামাল আহমেদ, হাসানুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি খোরশীদ আনোয়ার বাবলু , আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ সভাপতি মোর্শেদা জামান, আবৃতিকার জিএইচ আরজু, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাইদুর রহমান বেনু, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভোলামেনষ্ট এর সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডাঃ অজয় কুমার ঘোষ এবং দেওয়ান আশরাফুল আলম প্রমুখ।

সভায় বক্তাগণ ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদীর সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের আজগুবি তথ্য অবিস্কারক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথিত সাবেক উপদেষ্টা জাহিদ এফ সর্দার এবং নিউইয়র্কস্থ জামাত -শিবিরের মদদে পরিচালিত একটি আইপি মিডিয়ার ‘টক শো’ হোষ্ট জ্যাকব মিল্টন সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর সংবাদের প্রতিবাদে সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, ‘সাদী এবং জ্যাকবের বাড়ি বরিশালে। তারা উভয়ে মুসলিম পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদনে নিজেদেরকে খ্রিষ্টান হিসেবে উল্লেখ করেছেন । যদিও দেড় যুগের অধিক সময় অতিবাহিত হলেও অভিবাসন দফতর তাদের আবেদন মঞ্জুর করেনি বলে জানা গেছে।’ বক্তাগণ আরো বলেন, এই দুই ব্যাক্তি এতই দুষ্ট প্রকৃতির যে, তারা এমন দুষ্কর্ম নেই যা তারা করতে পিছপা হয়না। ” এই প্রবাসে অনেকের সহায়-সম্পদ তারা হাতিয়ে নিয়েছেন প্রতারণামূলকভাবে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের ৬ জন হাউজ অব রিপপ্রেজেন্টেটিভ এর স্বাক্ষর জালিয়াতির মত জঘন্য অপকর্মের ঘটনা ফাঁস হবার পরও তারা সংযত হয়নি।’ ‘একাত্তরের ঘাতক এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নের ক্ষেত্রে বিশেষ ভাবে পারদর্শী তারেক রহমানের পারপাস স্বার্থক করার মিশন নিয়ে এই দুইজন কয়েক বছর যাবত মাঠে নেমেছেন’ বলে সভায় বক্তাগণ বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কল্পিত কাহিনী বানিয়ে ষড়যন্ত্র করছেন।

সভায় বক্তাগণ প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

সভার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরবতা পালন করা হয়।








(এইচআইকে/এস/জুন ১১,২০১৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test