E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অব্যাহত নির্যাতন বন্ধের দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ

২০১৬ জুন ২৮ ১২:৫৩:৩৪
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অব্যাহত নির্যাতন বন্ধের দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ

সাবিত্রী রায়,নিউ ইয়র্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অব্যাহত নির্যাতন, খুন ও সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার দুপুরে জাতিসংঘের সদ্র দপ্তরের সামনে বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে দেশের সন্ত্রাসী কর্মকান্ডসহ ও গুপ্তহত্যা বন্ধের দাবি জানান।

সমাবেশে বিক্ষোভকারীরা ‘স্টপ টেররিজম ইন বাংলাদেশ’, ‘সেইভ মাইনোরিটি’, ‘সেইভ ফ্রি-থিঙ্কার্স’, ‘সেইভ বাংলাদেশ’, ‘স্টপ টার্গেট কিলিংস’ ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলেন জাতিসংঘের প্রাঙ্গন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন ‘মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, বুদ্ধিজীবী, বিদেশী নাগরিক, পীর, ইমাম ফকির, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিস্টার ধর্মাবলম্বীদের হত্যার প্রতিবাদে’ জানানো হয় এ সমাবেশ থেকে।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অব্যাহত নির্যাতন, খুন ও সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানাতে সমাবেশে অংশ নেন নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মাইনরিটি রাইটস মুভমেন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্প্রীতি মঞ্চ ও উদিচি শিল্প গোষ্ঠি। শিতাংশু গুহের সভাপতিত্ব এবং মিথুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কবি বেলাল বেগ, শিতাংশু গুহ, সুব্রত বিশ্বাস, মিথুন আহমেদ, শুভ রায়, মুজাহিদ আনসারী, মিনহাজ শাম্মু, গোপাল সন্যাল, স্বীকৃতি বড়ুয়া ও জীবন বিশাস প্রমুখ।

বক্তারা বলেন, দেশে চলমান বর্বর হত্যাকাণ্ড এখনই বন্ধ করা না গেলে দেশ খুব তাড়াতাড়ি সংখ্যালঘুশূন্য হয়ে পড়বে বলে যে আশঙ্কা তৈরি হচ্ছে-তা দেশের জন্য শুভফল বয়ে আনবে না। দেশব্যাপী খুনের ঘটনায় আমরা ভীত। আশ্রমে থেকেও রক্ষা মিলছে না। নিরীহ, অসহায় মানুষদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপসানলয়ে গিয়ে প্রার্থনা,পূজার্চনা করতে ভয় পাচ্ছে। সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে,ফলে তারা দেশান্তর হতে বাধ্য হচ্ছে। মৃত্যুর আতঙ্ক ও শংকায় দিন-রাত বেঁচে থাকতে হচ্ছে দেশের মানুষদের। শোকে স্তব্ধ বাংলাদেশ-মানুষের জীবন।

বাংলাদেশকে হিংস্রতার যে থাবা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে- এর শেষ কোথায় ? কেউ বলতে পারছে না। না সরকার না দেশের মানুষ। গুটি কয়েক দুর্বৃত্তের কাছে ১৬ কোটি মানুষ জিম্মি থাকতে পারে না। আমরা এর অবসান চাই। নিশ্চিন্ত-নিরাপদে একজন নাগররিক হিসেবে বেঁচে থাকতে চাই। সবাই সচেষ্ট হলে এদের প্রতিরোধ করা সম্ভব। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।

প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করুন। কারা পরিকল্পনা করছে, তা দেখুন। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।


(এসআর/এস/জুন২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test