E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

স্যামসাং আলফা আসছে আইফোনকে  টেক্কা দিতে

২০১৪ জুলাই ১৬ ০১:২২:২১
স্যামসাং আলফা আসছে আইফোনকে  টেক্কা দিতে

নিউজ ডেস্ক : আইফোন ৬ যখন বাজারে আসার অপেক্ষা করছে তখন অন্য দিকে কোরিয়ান মোবাইল কম্পানি স্যামসাং আইফোন ৬ কে টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, আইফোনকে টেক্কা দিতে স্যামসাং মেটালিক বডিওয়ালা স্যামসাং আলফা বাজারে আনতে চলেছে। যদিও এর আগে স্যামসাং এই ফোনকে গ্যালাক্সি এস৫ প্রাইম নাম দিয়ে বাজারে এনেছিল। স্যামসাং তাদের এই নতুন ফোন আগামী আগস্ট মাসেই বাজারে নিয়ে আসবে যদিও অ্যাপেলেই আইফোন সেপ্টেম্বরের দিকে বাজারে আসবে।

আইফোনের এক মাস আগেই স্যামসাং এই ফোন বাজারে এনেই তাদের পুরনো যুদ্ধকে আরো একবার উসকে দেবে সে কথা বলাই যায়। অ্যাপেলের নতুন ফোনের স্ক্রিনের মাপ ছয় ইঞ্চি রাখা হয়েছে এবং এতে প্রচুর নতুন ফিচার্স সংযোগ করা হয়েছে। যদিও দুই কম্পানির ঠাণ্ডা লড়াইয়ে মোবাইল ফোনের গ্রাহকদেরই সুবিধা বেড়ে যাচ্ছে।

(ওএস/এস/জুলাই ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test