E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের মাঝে সেরা মার্ক জাকারবার্গ

২০১৪ মে ০৫ ১৬:৫৬:২৫
তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের মাঝে সেরা মার্ক জাকারবার্গ

নিউজ ডেস্ক : প্রযুক্তির পৃথিবীতে এই মুহূর্তে সেরা কে? বিজনেস ইনসাইডার জানিয়েছে ৩০ বছর বা এর কম বয়সী তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে শীর্ষে আছেন ২৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ। তিনি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। একই সাথে পৃথিবীর অন্যতম তরুণ ধনী ব্যক্তিও।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার ‘থার্টি আন্ডার থার্টি: দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল ইয়ং পিপল ইন আইটি’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে।

এ তালিকার শীর্ষ দশে আরও আছেন অনলাইনে পণ্য বেচার সাইট ওয়াকার অ্যান্ড কোম্পানির ট্রাইস্টান ওয়াকার (২৯), সামাজিক যোগাযোগের সাইট আসানার সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিস (২৯), অ্যাপ নির্মাতা কজেসের সহপ্রতিষ্ঠাতা জয়ি গ্রিন (২৯), গার্লস হু কোড উদ্যোগের সাবেক নির্বাহী পরিচালক ক্রিস্টিয়ান টিটোস (২৯), প্রশ্নোত্তরভিত্তিক প্রতিষ্ঠান কিউরার প্রতিষ্ঠাতা অ্যাডাম ডি অ্যাঙ্গোলো (২৯), অ্যাপভিত্তিক গাড়ির সেবাদাতা লিফটের সহপ্রতিষ্ঠাতা জন ঝিমার (২৯), ক্লাউডভিত্তিক প্রতিষ্ঠান বক্সের সহপ্রতিষ্ঠাতাঅ্যারন লিভিই (২৮), ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের সহপ্রতিষ্ঠাতা মাইক ক্রেইগার (২৮) ও আইপ্যাডভিত্তিক পয়েন্ট অব সেলসভিত্তিক সেবাপ্রতিষ্ঠান রিভেল সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা লিসা ফ্যালজোন (২৮)।

আরও আছেন ছবি ভাগাভাগি করার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা মাইক ক্রেইগার (২৮), অনলাইনে ফাইল রাখার সেবা ড্রপবক্সের সহ-প্রতিষ্ঠাতা আরাশ ফেরদৌসি (২৮), অ্যান্ড্রয়েডের গোপন গবেষণা বিভাগের প্রকৌশলী সারা হায়দার (২৭) প্রমুখ।

নিকট ভবিষ্যতে সিলিকন ভ্যালী কাঁপাবেন এইসব তরুণেরাই!

(ওএস/এটি/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test