E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লেন্স জানাবে রক্তে গ্লুকোজের পরিমাণ

২০১৭ এপ্রিল ০৮ ১১:০৮:২৭
লেন্স জানাবে রক্তে গ্লুকোজের পরিমাণ

নিউজ ডেস্ক : আপনার কন্ট্যাক্ট লেন্সই জানিয়ে দেবে রক্তে গ্লুকোজের পরিমাণ। এমনটাই দাবি করছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চোখের পানি থেকে রক্তে গ্লুকোজের পরিমাণ যে জানা যায় না, তা কিন্তু নয়। রমন স্পেকট্রোস্কোপি পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা করা যেত।

তার জন্য চোখের পানি নিয়েই চলত পরীক্ষা-নিরীক্ষা। এবার আর তার দরকার হবে না। অপটিক্যাল সেন্সিংয়ের মাধ্যমে, রমন স্পেকট্রোস্কোপি ভিত্তি করে তৈরি এই কন্ট্যাক্ট লেন্স স্ক্যান করে ফলাফল বলবে।

এই ছোট্ট লেন্সটি তৈরি হয়েছে gold-nano wire এবং gold film দিয়ে। যার ফলে চোখের পানিকে সহজেই প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে দেখা যাবে। ফলে ওই লেন্সই জানান দেবে কত পরিমাণ গ্লুকোজ আপনার শরীরে রয়েছে।

রমন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে এমন মাল্টি-সেন্সর লেন্স যদিও নতুন কিছু নয়। জানা গেছে, সম্প্রতি নাকি গুগলও এমন একটি খবর জানিয়েছে। তাদেরও বক্তব্য, এবার কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে জানা যাবে বহু শারীরিক তথ্য।

(ওএস/অ/এপ্রিল ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test