E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারো এগিয়ে মেয়েরা

২০২৫ জুলাই ১০ ১৯:১২:৩৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারো এগিয়ে মেয়েরা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এবারো দিনাজপুর শিক্ষা বোর্ডে এগিয়ে রয়েছে মেয়েরা। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দিনাজপুর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৬২ জন। এদের মধ্যে মেয়েরা পেয়েছে সাত হাজার ৫৪৬ জন ও ছেলেরা পেয়েছে সাত হাজার ৫১৫ জন। ছেলেদের তুলনায় মেয়েরা ৩১ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।

পরিসংখ্যানে আরো জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার এবার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। মোট পাসের হার ৬৭.৩ শতাংশ। এদের মধ্যে মেয়েদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৪.৩৮ শতাংশ। মেয়েরা ৫.৪ শতাংশ বেশি পাস করেছে।

এছাড়াও বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও হিসাববিজ্ঞানে ছেলেদের চেয়ে ভালো করেছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৮২.৯ শতাংশ ও মেয়েরা ৮৬.১৬ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৩.২৬ শতাংশ বেশি।

মানবিক বিভাগে পাসের হার ৪৬.৫৬ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৪০.১ শতাংশ ও মেয়েরা ৫২.৪০ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১২.০৩ শতাংশ বেশি। হিসাববিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।

যার মধ্যে ছেলেরা ৬৫.১১ শতাংশ ও মেয়েরা ৭৭.০৫ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১১.৯৪ শতাংশ বেশি।

ছেলেরা পাস করেছে ৫৯ হাজার ৮৪০ জন আর মেয়েরা পাস করেছে ৬২ হাজার ৩০৬ জন। মেয়েরা ২ হাজার ৮৪০ জন বেশি। ছেলেদের গড় পাসের হার ৬৪.৩৮ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ। ৪.৬ শতাংশ বেশি পাস করেছে মেয়েরা।

(এসএস/এসপি/জুলাই ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test