E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

২০২৫ জুলাই ১০ ১৯:২১:৩৯
দিনাজপুরে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই। এই ১৩টি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় কেউ পাসগ না করা বিদ্যালয়গুলো হচ্ছে- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৮ জন), ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ২ জন), জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন), পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১০ জন), রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী চারজন), পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয় (পরীক্ষার্থী ৯ জন), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ২৪ জন), গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন), নীলফামীর জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী চারজন), কুড়িগ্রাম সদর উপজেলঅর পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী একজন), নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১১ জন), পুলবাড়ি উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৯ জন) ও লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৮ জন)।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

(এসএস/এসপি/জুলাই ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test