E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দশম গ্রেড পেতে প্রাথমিকের প্রধান শিক্ষকদের মানতে হবে যত শর্ত

২০২৫ জুলাই ২৯ ০০:২৮:১০
দশম গ্রেড পেতে প্রাথমিকের প্রধান শিক্ষকদের মানতে হবে যত শর্ত

স্টাফ রিপোর্টার : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে প্রধান শিক্ষকরা দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের (ব্যয় ব্যবস্থাপনা শাখা-৩) উপসচিব খালেদা নাছরিনের সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকও এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের আদেশে কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। উন্নীত হওয়া দশম গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পেতে এ শর্তগুলো পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, প্রশিক্ষণ শেষ করাসহ একগুচ্ছ নির্দেশনা।

যেসব শর্তে প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবেন-
১. প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টার সম্মতি গ্রহণ করতে হবে।

২. বেতন গ্রেড উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করতে হবে।

৩. বেতন গ্রেড উন্নীতকরণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

৪. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক পদগুলোর বেতনস্কেল যাচাই/নির্ধারণ করতে হবে।

৫. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক বেতন গ্রেড উন্নয়নের চার কপি সরকারি আদেশ (জিও) জারি করে জারিকৃত জিওতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।

৬. মন্ত্রণালয়/বিভাগ/অফিসের বিদ্যমান টিওএন্ডইতে বেতন গ্রেড উন্নয়নের পদগুলো অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে।

৭. পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।

৮. প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে এ পদে যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বেসিক ট্রেইনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে।

৯. জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত সকল শর্ত পালন করতে হবে।

(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test