E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

২০২৫ ডিসেম্বর ০৩ ১২:৪০:৩৭
আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। 

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা জানান, অর্থ মন্ত্রণালয় তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর ২২ দিন অতিবাহিত হলেও এখনো কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। ফলে বাধ্য হয়ে শাটডাউনসহ সব পরীক্ষাবর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১১তম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার তালাবদ্ধ কর্মসূচি চলবে।

সংগঠনটির চার আহ্বায়ক-মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও মু. মাহবুবুর রহমান-এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজ নোটিশ জারির প্রতিবাদে বুধবার বেলা ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিন দফা দাবি
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বিদ্যমান জটিলতার সমাধান
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test