E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য হেলথ কার্ড সেবা চালু

২০২৪ মার্চ ২৬ ২০:৫৪:২৫
শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য হেলথ কার্ড সেবা চালু

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে হেলথ কার্ড সেবা চালু হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ এর বিশেষ উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রীনগরের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘হেলথ কার্ড’ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার গেজেটেড সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন নিজ হাতে এই হেলথ কার্ড বিতরণ করেন। এই কার্ডে প্রতি মাসে বীর মুক্তিযোদ্ধাদের ওজন, ব্লাডপ্রেসার, ব্লাড সুগার পরিমাপের রেকর্ড থাকবে।


অনুষ্ঠানের সভাপতি ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন বলেন, হেলথ কার্ডে এছাড়াও ECG, CBC, S. Creatinine, Fasting Lipid, SGPT ইত্যাদি বিশেষ কিছু পরীক্ষার রেকর্ড রাখার ব্যবস্থা রাখা হয়েছে। সাথে ডাক্তারের ব্যবস্থাপত্র রয়েছে ।

প্রতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাদের এসকল ডাটা নেওয়া হবে।

ফলে বীর মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে তাঁরা জানতে পারবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মামুন।

অন্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁন, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খাঁন মুন, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাসের আল তানজিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহজাবিন আলী প্রমুখ।

(এম/এএস/মার্চ ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test