E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোংলা বন্দরে করোনা সংক্রমণ রোধে বিশেষ সতর্কতা জারি

২০২৫ জুন ১৩ ১৯:৪৫:৩৮
মোংলা বন্দরে করোনা সংক্রমণ রোধে বিশেষ সতর্কতা জারি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দরে করোনা সংক্রমণ রোধে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। বন্দরে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। করোনা ভাইরাসের প্রতিরোধে বিদেশি জাহাজের নাবিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামানবিষয়টি নিশ্চিত করে জানান, দেশে সস্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া আগামী ১৫ জুন বন্দর অফিস খুললে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রফতানি একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে। আমদানি রফতানিকারকরা বন্দরে আসছেন তাদের পণ্য রেলাড-আনলোড করার জন্য। বন্দর চ্যানেলের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

(এস/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test