E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭৪২ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

২০২৫ আগস্ট ২৬ ১৮:১৪:০৪
কাপ্তাইয়ে ১৪ হাজার ৭৪২ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন বিভিন্ন স্কুল ও গ্রাম পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১৪ হাজার ৭৪২ জন ছেলে-মেয়ে উভয় শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই কর্মসূচি চলবে।কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে উপরোক্ত বিষয়ে মত বিনিময় কালে ডাঃ রুইহলা মং মারমা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে এখন থেকে স্কুল ওএলাকা ভিত্তিক নিদিষ্ট ইপিআই টিকাকেন্দ্রে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। বিনামূল্যে এ টিকার ব্যবস্থা করা হয়েছে। তাই শিক্ষক, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তি ও অভিভাবকদের প্রতি অনুরোধ টাইফয়েডের টিকা দেওয়ার জন্য সবাইকে প্রচারনায় সহযোগিতা করে দ্রুত নিবন্ধন করে শিশুকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত করুন। তাই আগামী প্রজন্মকে টাইফয়েড মুক্ত শক্তিশালী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সকল অভিভাবকদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান।

(আরএম/এসপি/আগস্ট ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test