বিভ্রাটের ধাক্কা কাটেনি ফেসবুকে, সচল ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

স্টাফ রিপোর্টার : বড় বিভ্রাটে প্রায় ছয় ঘণ্টা ব্যবহারকারীদের ভুগিয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় চারটি সামাজিক যোগাযোগমাধ্যম। বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেডে হঠাৎ বিভ্রাট দেখা দেয়।
রাত দেড়টার দিক থেকে এ যোগাযোগমাধ্যমগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হোয়াটসঅ্যাপ এবং ৬টার দিকে ইনস্টাগ্রাম ‘পুরোপুরি স্বাভাবিক’ বলে মেটার পক্ষ থেকে ঘোষণা আসে। তবে ফেসবুক ব্যবহারে এখনো বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ ব্যবহারকারীদের।
এদিকে, বাংলাদেশ সময় ভোর ৫টা ২৬ মিনিটে মেটা তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে আশার কথা জানিয়ে একটি পোস্ট করে। তাতে লেখা হয়, ‘আমাদের সহ্য করার জন্য ধন্যবাদ। আমরা ৯৯ শতাংশ ঠিক হয়ে গেছি। এখন শেষপর্যায়ের কিছু পরীক্ষা চলছে। যারা এ সমস্যা পড়েছেন, তাদের কাছে আমরা দুঃখিত।’
ভোর ৬টার দিকে ইনস্টাগ্রাম এক পোস্টে জানায়, ‘হ্যাঁ, আমরা ফিরে এসেছি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত এবং আমাদের সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।’
ব্যবহারকারীরা জানান, বিভ্রাটের শুরুতে যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ডেস্কটপ বা মোবাইলে লগইন করা ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যান। এরপর আর লগইন করা যাচ্ছিল না। পরে সেখানে এক বার্তায় বলা হয়, ‘ফেসবুক ইজ ডাউন ফর রিকোয়্যার্ড মেনটেইনেন্স রাইট নাও।’
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস স্বাভাবিক হলেও ফেসবুক ব্যবহারে এখনো নানা সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। ডাউন ডিটেকটর ডটকমে দেওয়া অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারী সমস্যা জানিয়ে এখনো রিপোর্ট করছেন। তাদের কেউ লগইন কোড পাচ্ছেন না। কেউবা ম্যাসেঞ্জারে মেসেজ ও ছবি পাঠাতে ধীরগতি পাচ্ছেন। তাছাড়া ছবি-ভিডিও পোস্ট করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
সান্দ্রা সানচেজ নামে একজন অভিযোগ করে লিখেছেন, ‘সেই দুপুর (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) থেকে সমস্যায় পড়েছি। এখন রাত সাড়ে ৯টা। ফেসবুকে লগইন করতে পারছি না। তবে ইনস্টাগ্রাম ঠিক আছে।’
লিন টার্নার নামে আরেকজন ব্যবহারকারীর অভিযোগ, ফেসবুকে লগইন করে ফিডে গেলেই তা হ্যাং হয়ে যাচ্ছে। আর কোথাও যাওয়া যাচ্ছে না। কোনো পোস্টও দেখা যাচ্ছে না। মাত্র ১৫ মিনিট আগে এ ব্যবহারকারী এ অভিযোগ করে সমস্যা সমাধানে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিভ্রাটের শুরু যেভাবে
অনলাইন সেবা বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশ করে থাকে ডাউন ডিটেকটর ডটকম। এ সাইটের তথ্যানুযায়ী, বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার কিছু আগে এ সমস্যা শুরু হয়। তখন বিশ্বের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাঠানো শুরু করেন ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় মেটার পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত ডাউন ডিটেকটরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১ লাখ ৩৩ হাজার ১৭৮ জন ব্যবহারকারী রিপোর্ট করেন। তাদের মধ্যে ৫৮ শতাংশের অভিযোগ অ্যাপের মাধ্যমে তারা ফেসবুক ব্যবহার করতে না পারছেন না। এছাড়া ৩২ শতাংশ অভিযোগ ওয়েবসাইটে প্রবেশ নিয়ে ও ১০ শতাংশ অভিযোগ ছিল সার্ভার কানেকশন নিয়ে।
মেটার দুঃখ প্রকাশ ও অপেক্ষার অনুরোধ
এদিকে, বিভ্রাট দেখা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ফেসবুকের অফিসিয়াল পেজে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়েছে, হ্যালো বন্ধুরা। প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি আমরা অবগত। যত দ্রুত সম্ভব আমরা এটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে চলতি বছরে মার্চ এবং এপ্রিল মাসে ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানান, সেসময় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বার বার লগ আউট হয়ে যাচ্ছিল।
তারও আগে ২০২১ সালে ফেসবুকে বিঘ্ন দেখা দিয়েছিল। সেইবার প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সব সামাজিক যোগাযোগমাধ্যম অচল হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা।
(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে যাত্রীবেশে ছিনতাইকালে ৪ জন আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- ফরিদপুরে যৌথ অভিযানে দুই চাঁদাবাজ হাতেনাতে গ্রেফতার, কারাদণ্ড
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
- ‘শেখ মুজিবের করা কালো আইনেই নিষিদ্ধ হতে পারে আ.লীগ’
- মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার : পার্বত্য উপদেষ্টা
- ফরিদপুরে বিস্ফোরক মামলায় মুক্তিযোদ্ধাসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
- বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
- ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত
- ‘আ.লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল’
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ
- ‘বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে সরকার’
- বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
- নড়াইলে আউড়িয়া ও মুলিয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪, জেলহাজতে প্রেরণ
- মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- অবশেষে সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র
- বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- ভারত-পাকিস্তান যুদ্ধ ঘিরে সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি
- বরিশালের হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
- মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, উন্নয়ন হয়নি
- কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
- ‘সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে’
- সোনাতলায় পুলিশের অভিযানে ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪
- ৩৮.৮ ডিগ্রী তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ
- দাবদাহের পর ঈশ্বরদীতে স্বস্তির বৃষ্টি
- টাঙ্গাইলের পথেঘাটে দীপ্তি ছড়াচ্ছে কৃষ্ণচূড়া
- পঞ্চগড় বৈশাখি লোক নাট্যোৎসবে দ্বিতীয় দিনের পালা 'বাবার শেষ বিয়ে'
- প্রতি লিটার ১৬২.১৯ টাকা দরে পাম অয়েল কিনবে সরকার
- সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়ালো
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- সালথায় কুমার নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গণপিটুনি
- সালথায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে সাইকেল রোড শো অনুষ্ঠিত
- তারেক রহমানের নির্দেশে সালথায় বাবুলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
- ফ্রিজে সংরক্ষণ করে মাংস বিক্রি করার দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালানো সেই আসামি গ্রেপ্তার
- মিশন হেক্সা, আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
- গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
- জামিন পেলেন মডেল মেঘনা
- অ্যাগুয়েরোর রেকর্ড ভেঙে সবার ওপরে সালাহ
- ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দুই রুটে ফেরি চলাচল শুরু
- ‘দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে’
- ‘মানবিক করিডোর’