E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১০ হাজার মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি

২০২৫ মে ০৬ ১৯:০৪:৪৪
১০ হাজার মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তরুণ প্রজন্মের পছন্দের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে একটি ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারি সম্বলিত কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। আলট্রা-ব্যাটারি থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য রিয়েলমি ফোনটির পুরুত্ব রেখেছে ৮.৫ মিলিমিটারেরও কম এবং ওজন ২০০ গ্রামের সামান্য বেশি।

প্রযুক্তিগত উদ্ভাবনের কথা মাথায় রেখে ফোনটিতে আলট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যা সর্বোচ্চ। সেই সাথে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি "মিনি ডায়মন্ড আর্কিটেকচার" চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। মাত্র ২৩.৪ মিলিমিটার এর বিশ্বের সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাককভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।

রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে। জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট ধারণার ফোন পর্যন্ত, রিয়েলমি তার ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী এবং কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে।

রিয়েলমি বিশ্বাস করে আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির শীর্ষস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে।

(পিআর/এসপি/মে ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test