E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উত্তর মেরুতে কঠিন পরীক্ষার মুখোমুখি রুশ বৈদ্যুতিক গাড়ি ‘এটম’

২০২৫ জুন ২৩ ১৭:২৩:০৪
উত্তর মেরুতে কঠিন পরীক্ষার মুখোমুখি রুশ বৈদ্যুতিক গাড়ি ‘এটম’

বিশেষ প্রতিনিধি : রাশিয়া তাদের একটি বৈদ্যুতিক গাড়ির নাম রেখেছে ‘এটম’, যা অতি প্রতিকূল পরিবেশে সহনশীলতা ও কর্মক্ষমতা পরীক্ষার জন্য উত্তর মেরুতে পাঠানো হবে। এই অভিযানটি হবে ‘বিজয়ের পঞ্চাশ বছর’ নামক পারমাণবিক আইসব্রেকারে। সাথে থাকবে, নানান পেশার লোকজন। জুন এর শেষ দিকে রাশিয়ার মেরু অঞ্চলীয় মুরমান্সক বন্দর থেকে যাত্রা শুরু হবে। রসাটমের মিডিয়া শাখা এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।

রসাটম জানায়, গাড়িটির নকশা প্রণয়ন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কামা’ কে এই অভূতপূর্ব পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করছে রসাটমের আইসব্রেকার বহর- এটমফোট, জ্বালানী বিভাগ- টেভেল; যারা ইলেকট্রিক মোবিলিটি নামের একটি ব্যবসার উদ্যোগ প্রতিষ্ঠা করেছে। সম্মিলিত এই অভিযানটির নাম রাখা হয়েছে ‘এটম অন দা আইসব্রেকার’।

অভিযানকালে বৈদ্যুতিক গাড়িটির উৎপাদন পূর্ববর্তী প্রোটোটাইপ প্রদর্শন করা হবে এবং সহযাত্রীদের এর বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে ব্যাখ্যা করা হবে। এক পর্যায়ে গাড়িটিকে উত্তর মেরুর বরফের উপর নামানো হবে। লক্ষ্য একটাই, এমন প্রতিকূল পরিবেশে এটি কেমন পারফর্ম করে তা পরখ করে দেখা।

ইলেকট্রিক মোবিলিটি বিজনেস ইউনিটের পরিচালক আলেক্সান্ডার বুখালভ তার প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা হল, অত্যন্ত প্রতিকূল পরিবেশে খুব একটা ভালো কাজ করতে সক্ষম না। আমরা এই ধারণাটিকে ভূল প্রমান করতে চাচ্ছি। রুশ বৈদ্যুতিক গাড়িগুলো শুধু শহুরে পরিবেশেই চলাচল করবে না, তারা যেকোন জলবায়ু পরিবেশে- ঋতু, ভৌগলিক অঞ্চল এবং তাপমাত্রায় সমানভাবে কার্যক্ষম। যদি মেরু অঞ্চলে গাড়িটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম হয়, তবে ধরে নিতে হবে যেকোন পরিবেশের জন্যই এটি উপযুক্ত”।

‘এটম’ বৈদ্যুতিক গাড়িটি একটি রুশ প্রকৌশলী দলের উদ্ভাবন, যা মূলত রাশিয়ার জন্য তৈরি করা হচ্ছে। ইলেকট্রিক মোবিলিটি রসাটমের একটি সম্ভাবনাময় ব্যবসা উদ্যোগ।

(এসকেকে/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test