E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমকালো আয়োজনে শাওমির নতুন স্মার্টফোন দেখলো তারকারা, যা আছে রেডমি ১৫ তে

২০২৫ অক্টোবর ০৮ ১৮:৩৯:০৩
জমকালো আয়োজনে শাওমির নতুন স্মার্টফোন দেখলো তারকারা, যা আছে রেডমি ১৫ তে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি। 

নতুন এ স্মার্টফোনের ফিচার তুলে ধরতে রাজধানীর আলোকিতে সম্প্রতি আয়োজিত হয়েছে জমকালো অনুষ্ঠান- রেডমি পাওয়ার নাইট। জনপ্রিয় সংগীতশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, সারিকা সাবাসহ জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব এর উপস্থাপনায় অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার।

গান শোনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তাঁরা। অতিথিরা শাওমির নতুন স্মার্টফোন রেডমি১৫ এর প্রশংসা করেন এবং এরজন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তাঁরা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে শক্তিশালী ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি রয়েছে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেয় আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে ব্যবহার করা যায়, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে।

স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল ছয় দশমিক নয় ইঞ্চি সাইজের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে। সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।

৬৪ আইপি রেটিংয়ের এই স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স”।

কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি আকর্ষণীয় কালারে দেশের সব শাওমি স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা।

(পিআর/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test