E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

২০২৫ অক্টোবর ২৭ ১৭:৩৮:০৬
ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও লাখো গ্রাহকের হাতের নাগালে আনতে সম্প্রতি কার্ডবিহীন কিস্তির সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত এআই প্রযুক্তিনির্ভর স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার। ২৬ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া এই সেবার আওতায় ক্রেতারা কোন প্রকার ব্যাংক কার্ড ছাড়াই ক্যাশ পেমেন্টের মাধ্যমে সহজ কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন।

নতুন এই স্কিমের আওতায় থাকছে সহজ ঋণ সুবিধা, যেখানে ক্রেতারা তাদের পছন্দসই যেকোন অনার স্মার্টডিভাইস কিনতে পারবেন দামের ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই। মূল্যের বাকি অংশ ৩ থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

পাশাপাশি, ক্যাশ-নির্ভর এ কিস্তি সুবিধা নিশ্চিত করবে দ্রুত এবং ঝামেলা-মুক্ত অভিজ্ঞতা, যেখানে পুরো অনুমোদন প্রক্রিয়া ২০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। এই সেবা শুধুমাত্র অনার এর অফিশিয়াল ব্র্যান্ডশপস-এ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা এমন একটি পেমেন্ট অপশন তৈরি করতে চেয়েছিলাম যা সবার জন্য সুবিধাজনক। অনেক ক্রেতা নতুন স্মার্টফোন নিতে চান, কিন্তু কিস্তিতে স্মার্টফোন কেনার প্রচলিত পদ্ধতিগুলি অনেকক্ষেত্রে জটিল বা ব্যয়বহুল হয়। আমাদের কার্ডবিহীন সেবার মাধ্যমে আমরা কিস্তিতে ফোন কেনার প্রক্রিয়া আরো সহজ করেছি। যদিও এখানে খুব সামান্য সার্ভিস চার্জ রয়েছে, তারপরও নগদ টাকায় কিস্তির অর্থ পরিশোধ করার এ সুবিধা ক্রেতাদের জীবনকে আরও সহজ করবে।”

কার্ডবিহীন কিস্তির সেবাটি গ্রহণ করতে, ক্রেতাদের এনআইডি কার্ড এবং আয়ের প্রমাণসহ যেকোন অনার ব্র্যান্ডশপে যেতে হবে। চাকরিজীবী ক্রেতারা তাদের অফিস আইডি কার্ড এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়া, গ্রাহকদের রক্তের সম্পর্ক আছে এমন একজন গ্যারান্টর এর এনআইডি কার্ড এবং ব্যাংক, বিকাশ বা নগদ এর গত তিন মাসের স্টেটমেন্টসহ একটি নতুন বিদ্যুৎ বিল জমা দিতে হবে।

ক্রেতারা অনার বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করে এই কার্ডবিহীন কিস্তি সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি, নিকটস্থ অনার ব্র্যান্ডশপের অবস্থান সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।

(পিআর/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test