E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘হেলি লয়্যালটি অ্যাওয়ার্ড’ অর্জন করল এনার্জিপ্যাক

২০২৫ নভেম্বর ০৯ ১৭:৫৯:৩৫
‘হেলি লয়্যালটি অ্যাওয়ার্ড’ অর্জন করল এনার্জিপ্যাক

নিউজ ডেস্ক : ২০২৫ সালের হেলি গ্লোবাল ডিস্ট্রিবিউটর কনফারেন্সে ‘হেলি লয়্যালটি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বিদ্যুৎ প্রকৌশল খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। কোম্পানিটি গত ২০ বছর ধরে পুরো বাংলাদেশ জুড়ে হেলি ফর্ক লিফট ও অন্যান্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং পণ্য সরবরাহ করে আসছে। হেলির সঙ্গে এনার্জিপ্যাকের এই ধারাবাহিক অংশীদারিত্বের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। 

চীনের আনহুই প্রদেশের লেবানশান হোটেলে অনুষ্ঠিত আনহুই হেলি ইন্ডাস্ট্রিয়াল ভেহিকল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লি এর বার্ষিক সম্মেলনে পুরস্কারটি এনার্জিপ্যাকের হাতে তুলে দেয়া হয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশকেরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হেলির ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন প্রজন্মের ম্যাটারিয়াল হ্যান্ডলিং সল্যুশন নিয়ে আলোচনা করেন।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ বলেন, “হেলির কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি কেবল আমাদের ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ নয়, বরং এটি আমাদের যৌথ বিশ্বাস— নির্ভরযোগ্য যন্ত্রপাতি অর্থনীতির ভিতকে আরও শক্তিশালী করে— এরই প্রতিফলন। বিগত দুই দশকে বাংলাদেশের শিল্পায়নের প্রতিটি ক্ষেত্রে হেলির অংশীদারিত্ব রয়েছে। আমরা সেই যাত্রার অংশ হতে পেরে গর্বিত। ভবিষ্যতেও আমরা পরিবেশবান্ধব ও টেকসই সমাধান প্রদানে অঙ্গীকারবদ্ধ।”

বাংলাদেশে হেলির একমাত্র পরিবেশক হিসেবে এনার্জিপ্যাক বর্তমানে ১-১০ টন ক্ষমতার ইলেকট্রিক ফর্কলিফট, ১-৪৬ টন ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ফর্কলিফট, ইলেকট্রিক প্যালেট ট্রাক ও স্ট্যাকার, টো ট্রাক, এম্পটি কনটেইনার হ্যান্ডলার, রিচ স্ট্যাকার, হুইল লোডারসহ নানা ধরণের যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করছে।

প্রায় তিন দশক ধরে আনহুই হেলি ইন্ডাস্ট্রিয়াল ভেহিকল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লিমিটেড চীনের ফর্কলিফট বাজারে শীর্ষস্থানে রয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি বিশ্বের সপ্তম বৃহত্তম ফর্কলিফট নির্মাতা প্রতিষ্ঠান।

এই ‘লয়্যালটি অ্যাওয়ার্ড’ এনার্জিপ্যাক ও হেলির দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতীক, যা বছরের পর বছর আস্থা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতের অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছে।

(পিআর/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test