E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্যামসাং প্লাটিনাম স্পন্সর

শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

২০২৬ জানুয়ারি ২৮ ১৯:০০:০৪
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআইই) ২০২৬। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় নিজেদের অঙ্গীকারকে আরও জোরালোভাবে তুলে ধরে এই আয়োজনে প্লাটিনাম স্পনসর হিসেবে অংশ নিয়েছে স্যামসাং।

চার দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা। ‘টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রদর্শনী দেশের বড় প্রযুক্তি আয়োজনগুলোর একটি।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিনির্ধারক, শিল্পসংশ্লিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, উদ্ভাবক এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলো। এ আয়োজনের লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতে খাতে বাংলাদেশের অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা।

প্লাটিনাম স্পনসর হিসেবে এক্সপোতে স্যামসাং তাদের সর্বশেষ সংযোজিত স্মার্টফোন ও ট্যাবলেটগুলো প্রদর্শন করছে। পাশাপাশি, আধুনিক বিভিন্ন ডিভাইসে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি, যা উদ্বোধনী দিনে দর্শনার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য মূল আকর্ষণ হয়ে ওঠে।

এ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের এমএক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস মোহাম্মদ মাসুদুল হক ভূঁইয়া বলেন, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তির ভূমিকা তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্লাটিনাম স্পনসর হিসেবে এমন একটি উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানটি উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং ডিজিটাল ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের লক্ষ্যকে প্রতিফলিত করে। আমরা বিশ্বাস করি, বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর এই যাত্রায় দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে পাশে থাকবে স্যামসাং।”

আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ডিডিআইই ২০২৬-এ আগামী তিন দিনে প্রায় ৩ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এক্সপোতে উদ্ভাবন, ডিজিটাল লাইফস্টাইল, স্থানীয় উৎপাদন, আন্তর্জাতিক ব্র্যান্ড, মেগা সেল, সেমিনার ও বি২বি ম্যাচমেকিংসহ বিভিন্ন থিমভিত্তিক জোনে ১৩০টিরও বেশি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।

এ বছর প্রদর্শনীতে ১ শ’টিরও বেশি দেশি-বিদেশি আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, স্মার্ট সল্যুশন, উৎপাদন সক্ষমতা এবং নতুন প্রযুক্তির অগ্রগতি প্রদর্শিত হচ্ছে।

ডিডিআইই ২০২৬-এ শক্তিশালী উপস্থিতির মাধ্যমে স্যামসাং আবারও প্রমাণ করছে যে তারা বাংলাদেশে উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। একই সঙ্গে দেশের ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করা এবং স্থানীয় উদ্ভাবনকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময় দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি, বিশেষ অফার এবং জ্ঞানভিত্তিক সেশন দেখার সুযোগ পাবেন।

(পিআর/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test