E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন বাংলাদেশে

২০২৬ জানুয়ারি ৩০ ১৮:২৭:৩৪
অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন বাংলাদেশে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন্মোচন করা হয়।

অনার ম্যাজিক৮ প্রো’র ইমেজিং সিস্টেমের মূল আকর্ষণ হল এআইমেজ প্রযুক্তিচালিত সবচেয়ে উন্নত এআই টেলিফটো ক্যামেরা। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা, যা ১/১.৪-ইঞ্চি বড় সেন্সর, এফ/২.৬ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ৩.৭ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এর ফলে, কম আলো ও দূরবর্তী বিষয়বস্তুর ছবিও আরও পরিষ্কার ও বিস্তারিতভাবে ধারণ করা সম্ভব।

এছাড়া‌ ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট প্রাইমারি ক্যামেরা, ১২২ ডিগ্রি ফিল্ড অব ভিউ ও ম্যাক্রো সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। উচ্চমানের সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ফোনটির রয়েছে সিআইপি এর ৫.৫ রেটিং। এর শক্তিশালী ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির কল্যাণে আরও পরিষ্কার ছবি ওঠে এবং ভিডিও আরও সাবলীলভাবে ধারণ করা যায়।

অনার ম্যাজিক প্রো-তে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘ম্যাজিক কালার’ ফিচার; যা এই শিল্পে প্রথম হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ১৬৭ লক্ষ ৭০ হাজার রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত এবং প্রদর্শন করতে সক্ষম। এটি এক টাচেই প্রাণবন্ত ও মাস্টার-লেভেলের কালার টিউনিং নিশ্চিত করে।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক স্ন্যাপ ড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। এতে ব্যবহৃত হয়েছে অনারের সিলিকন কার্বন ব্যাটারি, যা এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এতে দীর্ঘস্থায়ী ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত হয়। ফোনটির ১০০ ওয়াট অয়্যার্ড সুপারচার্জ এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফলে, ব্যবহারকারীকে সারাদিনে ফোন চার্জ করা নিয়ে ভাবতে হবে না।

এছাড়াও, অনার ম্যাজিক৮ প্রো -তে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমের বিভিন্ন এআই টুলে দ্রুত প্রবেশ করা যায়। এই বাটনটি ক্যামেরার শাটার কী হিসেবেও ব্যবহার করা যাবে। যার ফলে, ব্যবহারকারীরা মুহূর্তেই পছন্দের ছবি ক্যামেরাবন্দী করতে পারবেন।

ব্যবহারকারীদের রুচি ও স্টাইল বিবেচনায় ফোনটি সানরাইজ গোল্ড এবং কালো; এ দু’টি আকর্ষণীয় রঙে বাজারে আসবে। ফোনটির প্রি-বুকিং চলবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি-বুকিং করা প্রথম ১০০ জন ক্রেতা উপহার হিসেবে পাবেন অনার প্যাড এক্স৮এ স্মার্টফোন।

(পিআর/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test