E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চালু হলো বিনা খরচের ইন্টারনেট ডট ওআরজি

২০১৫ মে ১০ ১৫:১৮:১৪
চালু হলো বিনা খরচের ইন্টারনেট ডট ওআরজি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে বিনামূল্যে ওয়েবসাইট ব্যবহার করার সুবিধা সম্বলিত ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) চালু করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে রবিবার এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় মোবাইল ফোন অপারেটর রবি ও ফেসবুকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে শুধু রবি গ্রাহকরা বিনামূল্যে এই ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট ডট ওআরজি এ্যাপের সাহায্যে মোবাইল অথবা কম্পিউটারে সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। যেখানে জিরো ফেসবুক আর জিরো উইকিপিডিয়ার সঙ্গে কনটেন্ট সেবাদাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেওয়া হবে। এ প্রকল্পে প্রথমসারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে পাওয়া যাবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে।

(ওএস/এএস/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test