E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রত্যেক ঘরে ঘরে  মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই

২০২২ সেপ্টেম্বর ২৪ ১৭:৩৩:০৪
প্রত্যেক ঘরে ঘরে  মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই

উল্লাপাড়া প্রতিনিধি : ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চেতণার মানুষেরা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে নৃশংস ভাবে হত্যার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রক্ষমতা দখল করে  বিভিন্ন কৌশলে রাষ্ট্রীয় কোষাগারের ও অন্যান্য টাকা ব্যয় করে এদেশের অনেক মানুষ কে পাকি চেতণায় গড়ে তুলেছে। আমি এর পরিবর্তন চাই। এদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে  মহান মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই।

নিবেদক

বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র সান্যাল

গ্রামা ও ডাকঘর: রতন কান্দি,
ইউনিয়ন: হাবিবুল্লাহনগর,
উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ।
পরিচিতি নং: ০১৮৮০০০১৪১১,
লাল মুক্তিবার্তা-০৩১২০৪০০০৬,
গেজেট নং-বে-সামরিক সিরাজগঞ্জ-১৬৭৯।
ভারতীয় প্রশিক্ষণ - এফ.এফ. নং-৪৭৪২।

(ডিএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test