E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছোটবেলা থেকে বন্ধুত্ব : আজও বিবাহ করেনি শ্যামল দত্ত ও গোলাম সারোয়ার 

২০২৫ জুন ২৬ ১৫:১৪:০৩
ছোটবেলা থেকে বন্ধুত্ব : আজও বিবাহ করেনি শ্যামল দত্ত ও গোলাম সারোয়ার 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে দুই ব্যবসায়ীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার কারণে আজও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তারা। এরা হলেন শ্যামল দত্ত (৫৬), সে বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ, গ্রামের মৃত চন্দ্র দত্তের দ্বিতীয় পুত্র। মোঃ গোলাম সারোয়ার বাবুখালী ইউনিয়নের বাঁশো গ্রামের মৃত শাহজদ্দিন মোল্লার দ্বিতীয় পুত্র।এ বিষয়ে শ্যামল দত্ত ও গোলাম সরোয়ার বলেন, যখন বিবাহের বয়েস হয়েছে তখন আমরা বিবাহের কথা ভাবিনি। এখন আর বিবাহের বয়স নেই। 

অনেক ছোটবেলায় বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া এবং খেলাধুলা ও একসঙ্গে বেড়াতে, বেড়াতে দুই বন্ধুর মধ্যে ১৯৯৭-৯৮ সন থেকে ভালো সম্পর্ক তৈরি হয়।

স্থানীয়রা জানান, তাদের মধ্যে এতটা ভালো সম্পর্ক একে অপরের জীবন মরণের সাথী।দুই ধর্মের দুজন যেমন ঈদ বা পূজার উৎসবে একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া চলাফেরা করে থাকেন।

মানুষের জীবনে বেকার থাকার থেকে কিছু একটা করা উচিত তাই ভেবে শ্যামল দত্ত ও গোলাম সারোয়ার দীর্ঘদিন ধরে মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে সেবা ষ্টোর নামের একটি মুদি দোকান করেছেন।

যার মধ্যে বিকাশ, নগদ অনলাইন সেবা মানুষের জন্য রয়েছে। দুই বন্ধু মিলে মিশে সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

অনেক মানুষই যখন দুই বন্ধুর কথা জানেন তখন এই সেবা ষ্টোরের সামনে এসে ভিড় করেন।

(বিএসআর/এএস/জুন ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test