E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা

২০২৫ আগস্ট ২৫ ১৫:২৫:২০
সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা

বিকাশ স্বর্নকার, সোনাতলা : আকাশে বাতাসে বইছে শারদীয়ার আগমনী বার্তা।বাঙালির প্রাণে অনুভূতিতে জেগে উঠেছে শারদীয় দুর্গোৎসব। সেই  উৎসবকে সামনে রেখে বগুড়া সোনাতলা উপজেলা জুড়ে মন্দিরে মন্দিরে ইতিমধ্যে শুরু হয়েছে দেবী দুর্গা সহ তার সঙীদের মাটি দিয়ে গড়িয়ে তোলার কাজ। সরেজমিনে সোমবার গিয়ে দেখা গেল বিভিন্ন এলাকা থেকে আসা মৃত শিল্পীরা বাঁশ, খড়, মাটি দিয়ে স্বর্গলোকের দেবীর অবয়ব ভাবে তৈরি করার কাজ মনোযোগ সহকারে করছেন। এতে করে তারা তাদের সমস্ত মেধাকে কাজে লাগিয়ে দিয়ে দেবী দুর্গাকে তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

শিব, কার্তিক, গনেশ, লক্ষ্মী, স্বরসতী ছাড়াও থাকছে তাদের একেক জনের বাহন হাঁস, ময়ুর, ইঁদুর, পেঁচা সব মিলিয়ে কাঠামগত ভাবে তাদের হুবহু তৈরিতে ব্যস্ত এ শিল্পের কারিগর। কারিগররা জানান এবার মোটামুটি বেশ কয়েকটি প্রতিমার অর্ডার পেয়েছি। প্রায় মন্দিরে ইতিমধ্যে প্রথম মাটির কাজ শেষ হয়েছে। এ শিল্পের কারিগর আরো জানালেন যেহেতু কাঁদা যুক্ত মাটি দিয়ে নানা ধরনের সৌন্দর্যে তৈরি করা হবে আমাদের আরাধ্য দেবীদুর্গা তার সঙ্গীদের। এক্ষেত্রে প্রখর রৌদ্র হলে কাঁদা মাটি শুকিয়ে যাবে নয়তোবা বেশ সমস্যায় পড়তে হবে। হিন্দু ধর্মালম্বীরা জানিয়েছেন এবার ২৭শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী পুজার মধ্যে দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা আর ২রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে শেষ হবে এবারের শারদ উৎসব। পূজা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন গতবছরের চেয়ে এবার হয়তোবা পূজার সংখ্যা বৃদ্ধি পাবে। সেই সাথে প্রতিটি মন্দিরে মন্দিরে পূজার ক'দিন বইবে আনন্দের বন্যা। এদিকে প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। এই উৎসব নিরাপদ ও নির্বিগ্নে সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি)মিলাদুন-নবী জানান,হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। ইতিমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে থাকা অফিসাররা সহ মোবাইল পার্টি সার্বক্ষণিক মন্দির গুলোর কমিটির সাথে আলাপ আলোচনা করে যাচ্ছে।সব মিলিয়ে নিরাপত্তার কোনই ঘাটতি নেই।

(বিএস/এএস/আগস্ট ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test