E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরার গঙ্গারামপুরের তেঁতুলতলার ঘাট প্রকৃতির অপরূপ মিলনস্থল

২০২৫ অক্টোবর ১৩ ১৫:০৭:২০
মাগুরার গঙ্গারামপুরের তেঁতুলতলার ঘাট প্রকৃতির অপরূপ মিলনস্থল

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত তেঁতুলতলার ঘাট আজও গ্রামীণ জীবনের এক জীবন্ত ইতিহাস বহন করছে।স্থানীয়দের মতে, যুগ যুগ ধরে এখানে দুটি বিশাল তেঁতুল গাছ থাকায় “তেঁতুলতলার ঘাট” নামে পরিচিতি লাভ করেছে।

নদীর তীরে বিশাল তেঁতুল গাছের ছায়ায় বসে প্রকৃতিপ্রেমীরা উপভোগ করেন পাখির ডাক,শীতল হাওয়া, নদীর সৌন্দর্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে ঈদ,পূজা ও বিভিন্ন উৎসবে এখানে সমবেত হন স্থানীয় ও দূরদূরান্তের মানুষ।

২০২২-সালের-১জানুয়ারি তৎকালীন মাগুরা জেলা প্রশাসক ঐতিহাসিক তেঁতুল গাছ সংরক্ষণ এবং ঘাটের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
এখানে বসার স্থান,শিশুদের জন্য দোলনা সহ বিভিন্ন জিনিস রয়েছে।

বাস্তবায়নে সক্রিয় ছিল উপজেলা প্রশাসন শালিখা-মাগুরা। নবগঙ্গা নদীর তীরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ইতিহাসের মিলনে তেঁতুলতলার ঘাট হয়ে উঠতে পারে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।আজও এটি প্রকৃতিপ্রেমী এবং স্থানীয়দের কাছে এক অনন্য আকর্ষণ হিসেবে রয়েছে।

(বিএসআর/এএস/অক্টোবর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test