মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধনবাড়ীর জমিদার বাড়ি
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : দেশের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ীর। স্থানীয়দের কাছে ‘নবাব প্যালেস’ বা ‘নবাব মঞ্জিল’ নামে বেশি পরিচিত। কালের স্রোতে এখন আর জমিদারি প্রথা ও জমিদার নেই। কিন্তু চুন-সুরকির নবাব প্যালেস ঐশ্বর্যে ও ঐতিহ্যে ঠিকই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। জমিদার বাড়ির শতবর্ষী পুরোনো দেয়ালগুলো আমাদের ইতিহাস আর কালের সাক্ষী। ক্ষয়ে পড়া চুন-সুরকির আস্তরণগুলোয় লুকিয়ে আছে ঐশ্বর্যময় ঐতিহ্য। জমিদারের বিলাসী প্রাসাদে কারুকার্যখচিত ভবনের সমারোহ। ভবনের দেওয়ালের পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিয়াসী ও ইতিহাসপ্রেমীরা জমিদার বাড়ি দেখতে ভিড় করছেন। বিশেষ করে শীত মৌসুমের পুরোটাই ভ্রমণপিপাসুদের পদচারণা থাকে।
১৮০০ শতকের মাঝামাঝি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী। এ জমিদার বাড়ির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। ধারণা করা হয়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়ীতে জমিদারি প্রতিষ্ঠা করেন। তাঁদের কয়েক পুরুষ পরের নবাব ছিলেন সৈয়দ জনাব আলী। সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাবা। নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী বিয়ে করেন বগুড়ার নবাব আবদুস সোবহানের মেয়ে আলতাফুন্নাহারকে।
আলতাফুন্নাহার ছিলেন নিঃসন্তান। তাঁর মৃত্যুর পর নবাব বিয়ে করেন ঈশা খাঁর শেষ বংশধর সৈয়দা আখতার খাতুনকে। নওয়াব আলী চৌধুরীর তৃতীয় স্ত্রীর নাম ছিল সকিনা খাতুন। নওয়াব আলী চৌধুরী ১৯২৯ সালে মৃত্যুবরণ করেন। নবাব ওয়াকফনামায় তাঁর তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নাম উল্লেখ করে যান। সৈয়দ হাসান আলী চৌধুরী পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী নির্বাচিত হন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি মৃত্যুবরণ করেন। জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী তাঁর একমাত্র সন্তান সৈয়দা আশিকা আকবর। তার ছেলে আফিফ উদ্দিন আহমাদ বর্তমানে এটি দেখাশোনা করছেন।
১৭ একর জমির ওপর স্থাপিত অপূর্ব স্থাপত্যকর্মের কারণে ক্রমেই জমিদার বাড়িটি পরিণত হতে থাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে। তাই নবাবের উত্তরাধিকারীরা জমিদার বাড়িতে গড়ে তোলেন পিকনিক স্পট। যা নবাব সৈয়দ হাসান আলী রয়্যাল রিসোর্ট হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে রিসোর্ট তৈরির পর নবাব প্যালেসে বেড়েছে চাকচিক্য এবং আধুনিকতা। ১৪ গম্বুজবিশিষ্ট অপূর্ব মুঘল স্থাপত্যরীতিতে তৈরি এ শতাব্দী প্রাচীন নবাব প্যালেস। পুরো নবাব মঞ্জিল বা নবাব প্যালেসটি প্রাচীরে ঘেরা। প্রাসাদটি দক্ষিণমুখী এবং দীর্ঘ বারান্দা সংবলিত। ভবনের পূর্বদিকে বড় একটি তোরণ রয়েছে।
তোরণটি জমিদার নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ গভর্নরকে অভ্যর্থনা জানানোর জন্য নির্মাণ করেন। প্রাচীরঘেরা চত্বর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও আছে ফুলের বাগান, বৈঠকখানা, নায়েবঘর, কাচারিঘর, পাইকপেয়াদা বসতি এবং দাস-দাসি চত্বর। প্যালেসটির পাশেই রয়েছে ৩০ বিঘার বিশালাকার দিঘি। দিঘিতে সুন্দর ও মনোরম শান বাঁধানো ঘাট রয়েছে। ইচ্ছে করলে সৌখিন ভ্রমণপ্রেমীরা এখানে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে পারেন। আরেকটি আকর্ষণ নবাব মসজিদ।
স্থানীয়রা জানান, জমিদার বাড়ির ঠিক পাশেই রয়েছে প্রায় ৭শ বছরের পুরোনো একটি মসজিদ। মুঘল স্থাপত্যের নিদর্শন এ মসজিদের মোজাইকগুলো এবং মেঝেতে মার্বেল পাথরে নিপুণ কারুকার্য অসাধারণ। পুরোনো মসজিদটি দেড়শ বছর আগে সংস্কার করে নবাব পরিবার।
সরেজমিনে জানা যায়, ১০০ টাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করামাত্রই চোখে পড়বে নয়নাভিরাম সবুজ-শোভিত বাগান। বাগানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এটি দেখতে ভিড় করছেন। অনেককেই পরিবার-পরিজন নিয়ে আসতে দেখা গেছে।
জামালপুর থেকে আসা দর্শনার্থী সায়েম হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জমিদার বাড়ি অনেক দেখেছি। আজকে প্রথম ধনবাড়ী জমিদার বাড়ি দেখতে এসেছি। জমিদার বাড়ি দেখে আমার খুব ভালো লেগেছে। ছবি থেকেও সুন্দর জমিদার বাড়ি।’
সিরাজগঞ্জ থেকে আসা দর্শনার্থী সায়মা জাহান বলেন, ‘ইউটিউব দেখে আমি বন্ধুদের সাথে জমিদার বাড়ি দেখতে এসেছি। এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। ভেতরের পরিবেশ অনেক ভালো। এখানে এলে যে কারও ভালো লাগবে। পরবর্তীতে আমি পরিবার নিয়ে ঘুরতে আসবো।’
নবাব বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ ইছাক বলেন, ‘আমি ৫০ বছর ধরে এটি দেখাশোনা করছি। এতে আমার খুব ভালো লাগে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জন সমাগম বেশী হয়।
ধনবাড়ী জমিদার বাড়ির ম্যানেজার শরীফ উদ্দিন বলেন, এ ঐতিহ্য আমাদের টাঙ্গাইল তথা সারাদেশের জন্য গর্বের। আমরা চেষ্টা করি স্থাপনাগুলো তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরার জন্য। জমিদার বাড়ির পাশেই আছে ৬ গম্বুজ বিশিষ্ট জমিদারের থাকার বাসভবন। সুন্দর কারুকাজের মাধ্যমে ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। এটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হচ্ছে। এটি প্রায় ২শ বছরের পুরোনো।
যাতায়াত ব্যবস্থা
রাজধানীর মহাখালী থেকে ঢাকা-ধনবাড়ী সরাসরি বাস সার্ভিস চালু আছে। বিনিময়, মহানগর কিংবা শুভেচ্ছা পরিবহনে পৌঁছাতে পারবেন ধনবাড়ী। এ ছাড়া আজমপুর, আবদুল্লাহপুর ও সায়েদাবাদ থেকেও বিভিন্ন পরিবহনের বাসে চড়ে যাওয়া যাবে। ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে অদূরেই জমিদার বাড়ি। ইচ্ছে করলে হেঁটে কিংবা রিকশায় পৌঁছাতে পারবেন সেখানে।
থাকার ব্যবস্থা
জমিদার বাড়িতে আছে তিন ধরনের আবাসনব্যবস্থা। প্যালেস (কাচারিঘর), ভিলা (২শ বছরের পুরোনো টিনশেড ভবন) এবং কটেজ (সম্প্রতি নির্মিত টিনশেড বাংলো)। প্যালেসের খাট, সোফাসহ সব আসবাবপত্র সেই প্রাচীন আমলের। যা নবাবরা ব্যবহার করতেন। কিন্তু ভিলা এবং কটেজে নবাবদের আসবাবপত্র পাওয়া যাবে না। ভাড়া দুই থেকে পাঁচ হাজার টাকা। ফলে এখানে থাকবেন আপনি নবাবি স্টাইলে।
(এসএম/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- খুলনা হাসপাতালে হয়নি অপারেশন, হতাশায় পরিবার, নেই কোন গ্রেপ্তার
- ‘খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন’
- ঝিনাইদহের ৬ থানায় নতুন ওসি
- সংখ্যালঘুর জমি দখল করে কেটে ফেলা হয়েছে বেড়া ও গাছগাছালি, ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি
- মাদারীপুরে ক্লিনিকের বাথরুম থেকে নবজাতক উদ্ধার
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- ধামরাইয়ে ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার, ধ্বংস
- ২৮ বছরেও শান্তি আসেনি পাহাড়ে, কমেনি অস্থিরতা
- সাতক্ষীরার চারটি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষা বন্ধ
- বড়াইগ্রামে পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
- আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল
- রাজৈরে প্রবাসীর কাছে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- দৌড়ে পালালো ব্যবসায়ী, ৬০ কেজি জাটকা গেলো এতিমখানায়
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও ১২টি ছাগল বিতরণ
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী মেলা ও ধর্মীয় উৎসব সমাপ্ত
- শীতকালে প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ ও সমাধানের দিকনির্দেশনা
- কাপাসিয়ার ভাকোয়াদী কিন্ডার গার্টেন স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- শ্যামনগরে পরিবার কল্যাণ কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
- ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম
- বাংলাদেশের সিরিজ জয়
- ঝিনাইদহে পরিবার কল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু
- পুলিশ সদস্য আনিসের থানায় যাওয়া হলো না
- সোনাতলায় তৈরি হচ্ছে ৮২ হাত লম্বা বাইচের নৌকা
- ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে নিভৃতে কাজ করছে গেম চেঞ্জার
- কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ৭ লাখ মানুষ পানিবন্দি
- কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
- ভোলার তজুমদ্দিনে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- বরগুনায় সহকারী জজের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও ১২টি ছাগল বিতরণ
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ২৮ বছরেও শান্তি আসেনি পাহাড়ে, কমেনি অস্থিরতা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
-1.gif)








