E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এ কে আজাদ বন্দনা

২০২৪ জানুয়ারি ০৫ ১৭:০৯:৩৮
এ কে আজাদ বন্দনা







 

রিয়াজুল ইসলাম রিয়াজ


এ কে আজাদ বন্দনায়
আমজনতার জোট,
সবাই যাবো কেন্দ্রে; দিতে
ঈগল মার্কায় ভোট।

শক্তিশালী মার্কা ঈগল
শুনেন কাকা-কাকি
৭ তারিখ ভোট দিবেন
ঈগল মার্কা দেখি!

শক্তি-সাহস বহন করে
জনগণের ঈগল,
মার্কা দেখে ভোট দিও
মা-বোন-ভাই সকল!

শান্ত সৃষ্ট ভদ্র মানুষ
এ কে আজাদ ভাই,
গণতান্ত্রিক অধিকারে
ঈগলে ভোট চাই।

আত্মীয় স্বজন বন্ধু মহল
তোরা কোথায় গেলি,
ঈগল মার্কার জয়ধ্বনি
সূঁতায় গাঁথো বেলি!

ঈগল পাখি মিলছে ডানা
ফরিদপুরের বুকে,
আজাদ ভাই এমপি হলে
থাকবো সবাই সুখে!

স্মার্ট নেতা স্মার্ট শহর
গড়বে ফরিদপুর,
ঈগল হবে বিপুল ভোটে
সবার একই সুর।

বেকারত্ব দূর করবেন
এ কে আজাদ ভাই,
সবার কাছে সবিনয়ে
ঈগলে ভোট চাই।

এ কে আজাদ জয়ী হলে
ফরিদপুর তিন-সদরে,
শান্তি সুখে থাকবে সবাই
ভালোবাসায়..আদরে।


(রিয়াজ/ফরিদপুর/ ৩১ডিসেম্বর/২০২৩)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test