E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাইবান্ধা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রীতিভোজ 

২০২১ নভেম্বর ২৪ ২২:৪৯:৪৪
গাইবান্ধা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রীতিভোজ 

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : দীর্ঘ প্রতিক্ষার পর আজ গাইবান্ধায় পরিপূর্ণ একটি সাংবাদিক সংগঠন হিসাবে পথচলা শুরু করলো প্রেসক্লাব গাইবান্ধা। তাদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব গাইবান্ধার নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রীতিভোজ বুধবার দিনব্যাপী প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের দ্বিতল ভবনের ছাদে অনুষ্ঠিত হয়।

জেলার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজন প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে প্রেসক্লাব গাইবান্ধার সাধারন সম্পাদক জাভেদ হোসেনের শুভেচ্ছা বক্তবের পর গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহিদ আহমেদ নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

এরপর আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদার, জেলা তথ্য অফিসার মাহাফুজ রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারসহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা র্র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, প্রেসক্লাব গাইবান্ধার সহ-সভাপতি রবিন সেন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গাইবান্ধা পৌর শাখার আহবায়ক শেখ রোহিত হাসান রিন্টু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাব গাইবান্ধার সকল সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিগণ এ প্রীতিভোজে অংশ নেয়।

(এস/এসপি/নভেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test