E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝালকাঠিতে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ ডিসেম্বর ২৭ ১৮:৫০:৪০
ঝালকাঠিতে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : ঝালকাঠিতে বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বৈশাখী টিভির জন্মদিন উদযাপন করেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে নিহতদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির ঝালকাঠি জেলা সংবাদদাতা শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, জেলা তথ্য অফিসার আহসান কবির, বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, দুরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ ও সময় টেলিভিশনের ষ্টাফ রিপোার্টার পলাশ রায়। সভা উপস্থাপন করেন বিএমএসএফ এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজ কর্মী ফয়সাল রহমান, নিউজ২৪ প্রতিনিধি এসএম রেজাউল করিম, মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমিন রুবেল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, বিজয় টিভির প্রতিনিধি মাসুম খান, মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল ইসলাম পলাশ, বুলবুল আহমেদ, বশির আহমেদ, ও আতাউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, অনেক চড়াই উৎড়াই পেরিয়ে বৈশাখী টিভি তাদের গুনগত মান ধরে রেখেছে। বৈশাখী টিভি বর্তমান একটি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন। তারা বৈশাখী টিভির সাফল্য কামনা করেন।

(এস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test