E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‌‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে’

২০২৩ জুন ০১ ১৬:০৯:৩০
‌‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে’

নওগাঁ প্রতিনিধি : জনস্বার্থে আইন তৈরি হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে। তবে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

তিনি বলেন, এ আইন নিয়ে সারাদেশে একটা আলোচনা চলছে। কেউ বলছেন প্রয়োজন আছে, কেউ বলছেন নাই আবার কেউ বলছেন অ্যাবেন্ডমেন্ট (পরিত্যাগ) দরকার। আইন হয় জনস্বার্থে। যেন দেশের মানুষের উপকার হয়।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টায় নওগাঁ সার্কিট হাউজে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রেস কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন।

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগে জামিন হতো না, তবে এখন কিছুটা জামিন হচ্ছে। আইনে বলা হচ্ছে কিছু কিছু অপরাধ জামিন যোগ্য, আবার কিছু অপরাধ জামিন অযোগ্য। পরিষ্কার কথা- জামিন অযোগ্য মানে এ নয় জামিন পাবে না। এটা আদালতের বিচারকের বিষয়, তিনি চাইলে জামিন দেবেন আবার না চাইলে জামিন দেবেন না। আমি আশা করছি বিচারকরা বিষয়টি দেখবেন যেন মানুষ হয়রানি থেকে মুক্তি পায়।

তিনি আরও বলেন, অনলাইন মিডিয়াতে কারও সম্পর্কে মিথ্যা বলা হয়, মিথ্যা প্রতিবেদন হয় তখন এ আইনটির মাধ্যমে তা দমন করতে হবে। অনলাইন মিডিয়াকে কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মাসুদ খাঁন, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test