E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে এনটিভির ২১তম জন্মদিন পালন

২০২৩ জুলাই ০৩ ১৮:৫১:১৩
ফরিদপুরে এনটিভির ২১তম জন্মদিন পালন

দিলীপ চন্দ, ফরিদপুর : দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১ তম জন্মদিন পালিত হয়েছে। ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে এনটিভির জেলা প্রতিনিধি ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলার ‍ নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, হাইসেন্স গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়ের মিয়া ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মফিজ ঈমান মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা চ্যানেল টুয়েন্টিফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী এফ ডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এ নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের শুভেচ্ছা কামনা করেন।

এ সময় মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ফরিদপুর পৌরসভার ‌ ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test