E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সাংবাদিকদের ডাটাবেজ তৈরির জন্য প্রক্রিয়া শুরু হয়েছে’

২০২৩ আগস্ট ২১ ১৭:৫২:০২
‘সাংবাদিকদের ডাটাবেজ তৈরির জন্য প্রক্রিয়া শুরু হয়েছে’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, 'সাংবাদিকদের ডাটাবেজ তৈরির জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই এর প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত চিঠি আমরা জেলা প্রশাসকদের দিয়েছি। এ ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকদের আমরা বার কাউন্সিলের মত সাংবাদিক পরিচয়পত্র প্রেস কার্ড বা সনদ দিব। সেই কার্ডধারীরাই কেবল নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিত পারবেন।'

আজ সোমবার সকালে দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স হল রুমে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহণে 'বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা' শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিচারপতি নিজামুল হক নাসিম আরো বলেন, 'কেউ একই সাথে প্রিন্ট আর ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠান গড়ে আর ফায়দা লুটতে পারবেনা। এই বিষয়টিও আমরা প্রতিহত করবো। এ সংক্রান্ত আইন করা হচ্ছে। মিডিয়া কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে সাংবাদিকদের তালিকা দিতে ভয় পায়। এতে প্রকৃত সাংবাদিকরা বঞ্চিত হয়। এই বিষয়েও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে।'

অনুষ্ঠানের মুখ্য আলোচনায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম জানান,' প্রেস কাউন্সিল আইন বাস্তবায়ন করা হয়েছে। নতুন সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক করা হয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল রাখা হয়েছে। আগামিতে নতুন প্রজন্মের শিক্ষিত জনরাই সাংবাদিকতায় থাকবেন।'

সাংবাদিকতার নীতিমালা নিয়ে আলোচনায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, 'অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে। এখন বারান্দা আর হাতুড়ি সাংবাদিক জন্ম নিয়েছে। সর্বোত্র ডট কম সাংবাদিকের দৌড়াত্ম্য বেড়েছে। এটি নিয়ন্ত্রণের সময় এসে গেছে। তাই প্রেস কাউন্সিলকে আরো আধুনিক করতে সব ধরণের সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয়।'

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ
সেমিনার ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট মেহেদী হাসান।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম।
বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসের সহকারি পরিচারক মো.রুস্তম আলী, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সিনিয়র সাংবাদিক চিত্ত ঘোষ, আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি কামরুল হুলা হেলাল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুল হক আনার, আজকের প্রতিভার বার্তা সম্পাদক আব্দুর রহমান, রেডিও টু ডে'র প্রতিনিধি সালাউদ্দীন আহম্মেদ, এসএ টিভির প্রতিনিধি খাদেমুল ইসলাম, জিটিভির প্রতিনিধি তনুজা শারমিন তনু,মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু সহ অন্যরা।

(এস/এসপি/আগস্ট ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১২ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test