E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবশেষে হয়রানি মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক টিপু

২০২৫ মে ০৭ ১৯:১১:২৯
অবশেষে হয়রানি মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক টিপু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবেশে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরার তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস আপিল মামলার শুনানি শেষে তাকে অব্যহতি দেন।

রোকনুজ্জামান টিপু সাতক্ষীরার তালা উপজেলা সদরের খাজরা গ্রামের মৃত মোঃ আইয়ুব আলীর ছেলে।

ঘটনা ও মামলার বিবরণে জানা যায়, নয় কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের একটি ভবন নির্মান কাজ চলার সময় গত ২১ এপ্রিল অনিয়মের অভিযোগ করায় উপসহকারি প্রকৌশলী এমএম মামুন সাংবাদিক টিপু সুলতানকে ছাতা দিয়ে মারপিট করেন। প্রতিবাদ করার একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে অন্যত্র অবস্থান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল উপসহকারি প্রকৌশলী পকৌশলী মোঃ এসএম মামুন, ঠিকাদার ও ঠিকাদারের শ্রমিকদের কাছে ঘটনা শুনে সাংবাদিক টিপু সুলতানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। প্রতিবাদে ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল সাতক্ষীরাসহ দেশের বিভিন্নস্থানে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তালার সাংবাদিকরা মানববন্ধন করতে চাইলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হয়। একপর্যায়ে আন্দোলনের মুখে ২৪ এপ্রিল দুপুরে টিপুকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জামিনে মুক্তি দেন।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. খায়রুল বদিউজ্জামান বাচ্চু জানান, গত ২৪ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গত ৫ মে ওই মামলার বিরুদ্ধে আপিল করা হয়। মঙ্গলবার শুনানি শেষে বিচারক রিপন কুমার বিশ্বাস তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতে হয়রানিমূলক মামলা প্রদানকারি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলকে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রালয়ের উপসচিব শহিদুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে রংপুর বিভাগে পদায়ন করা হয়েছে।

(আরকে/এসপি/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test