E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‌জয় বাংলা স্লোগান লেখার অভিযোগে সাংবাদিক শিশির জেলহাজতে

২০২৫ জুলাই ০৭ ২০:১৩:০৯
‌জয় বাংলা স্লোগান লেখার অভিযোগে সাংবাদিক শিশির জেলহাজতে

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের ঝিকরগাছায় নাশকতা মামলায় সাংবাদিক শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাংবাদিক শাহ জামাল শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘কালবেলা’ এবং যশোরের ‘সমাজের কথা’ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। এই মামলায় আওয়ামী লীগের সেলিম রেজা, মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুসা মাহমুদ, ইমামুল হাবীব জগলুসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়। সাংবাদিক শিশিরও এই মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযোগে বলা হয়, আসামিরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করছিলেন। এর অংশ হিসেবে উপজেলা মোড়ের একটি স্মৃতিসৌধে ‘জয়বাংলা’ স্লোগান লিখে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন।

আজ সোমবার এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(এসএ/এসপি/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test