E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবদদিক নিপীড়ন বন্ধে ফরিদপুর প্রেস ক্লাবের মানববন্ধন

২০২৫ আগস্ট ০৯ ১৪:১৯:৪৭
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবদদিক নিপীড়ন বন্ধে ফরিদপুর প্রেস ক্লাবের মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ‌নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে ‌ সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব।

ফরিদপুর প্রেসক্লাবের ‌সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সদস্য ‌ শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ প্রমূখ। ‌ এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ‌

সংবাদকর্মীদের এ মানববন্ধন ও বিক্ষোভ থেকে ‌গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে ‌দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ সময় বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‌ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন।

আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের সবাইকে খুঁজে বের করে ‌যতো দ্রুত সম্ভব গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।'

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক। বিগত দিনে ফ্যাসিস্ট ‌ সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও ‌দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের ‌নির্যাতন শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এসব জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলেও দাবি করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

এছাড়া সারাদেশে ‌সাংবাদিকের কোথাও না কোথাও সাংবাদিক নিপীড়নের খবর প্রকাশিত হচ্ছে, যা উদ্বেগজনক ও বাকস্বাধীনতার ওপর বড় আঘাত। সারাদেশে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান সাংবাদিকেরা।

(আরআর/এএস/আগস্ট ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test