E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে এশিয়া বানী পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি

২০২৫ আগস্ট ২৫ ১৭:৫৯:২৬
সোনারগাঁয়ে এশিয়া বানী পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে, সাংবাদিক মিঠু আহমেদ কে অজ্ঞাত (০১৭৯০-৭১৪৩১৮) নাম্বার থেকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক এশিয়া বানী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি। 

আজ সোমবার সকালে অজ্ঞাত নাম্বার থেকে তাকে হতয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সোমবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল আসে, কিছু বুঝে উঠার আগেই অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাননাশের হুমকি দেওয়া হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে পরিবারের যেকোন সদস্যকে যেখানেই পাবে মেরে ফেলার হুমকি প্রদান করে।

সাংবাদিক মিঠু আহমেদ বলেন, কে বা কারা আমাকে ফোন কলে হুমকি দিয়েছে আমি জানিনা, এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবারের সবার সাথে কথা বলে আমি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ঘটনায় সোনারগাঁয়ে কর্মরত সকল সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনতিবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে, কঠোর শাস্তির দাবি করেছেন তারা।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেদুল হাসান খান বলেন, হুমকির বিষয় একটি অভিযোগ পেয়েছি অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনকেএস/এসপি/আগস্ট ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test