E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৮:৪৩:০৩
অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সংবাদ অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল “চট্টগ্রাম জার্নাল ডটকম”। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও আধুনিক সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাঠকের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই এ পোর্টালের মূল লক্ষ্য।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামালখান এস.এস. খালেদ রোডে ইনোভা হাসপাতাল সংলগ্ন ভবনের নিচতলায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পোর্টালটির কার্যক্রম। সম্পাদক ইব্রাহিম আনাচ-এর নেতৃত্বে নতুন এ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে দ্রুত পরিবর্তনশীল সংবাদ মাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলতে চট্টগ্রাম জার্নাল ডটকম ভিন্নমাত্রার অনলাইন সাংবাদিকতা উপহার দেবে। তারা আশা প্রকাশ করেন, পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করে এ পোর্টাল সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখবে।

অনুষ্ঠানে মানবাধিকার সংস্থা সার্ক-এর সাধারণ সম্পাদক জাফর ইকবাল, এপিপি তৌহিদ বারী, কুতুব উদ্দীন, চন্দন দাশ, শফিউল আজম জিপু, ইরফান রাজু, সাংবাদিক জাহাঙ্গীর, সাংবাদিক রোজী চৌধুরী, সাংবাদিক শাহরিয়ার মনির জিসান, সাংবাদিক রিয়াদ হোসেন, সাংবাদিক জয়নাল আবেদিন, প্রকৌশলী কামরুজ্জামান, নুরুল ইসলাম টিটু, জোনায়েদ শিবলুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করলেই পাঠকের আস্থা অর্জন সম্ভব। সেই লক্ষ্যে চট্টগ্রাম জার্নাল ডটকম একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

(জেজে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test