E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে নড়াইল-২ আসনের ইসলামী আন্দলনের প্রার্থীর মতবিনিময়

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৪:৫৬:১০
লোহাগড়ায় সাংবাদিকদের সাথে নড়াইল-২ আসনের ইসলামী আন্দলনের প্রার্থীর মতবিনিময়

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন, গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে লোহাগড়া রাম নারায়ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো.হাবিবুল্লাহ খান বেলালী।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দলনের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের লোহাগড়া শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র আন্দলনের সভাপতি মো.শরিফুল ইসলাম এবং সহোযগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।

মাওলানা তাজুল ইসলাম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি নড়াইলবাসীর পাশে থাকতে চাই। একটি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতাম। প্রায় আট বছর চাকরি থাকতেও তা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে যোগদান করেছি।’ ইসলামী আন্দোলনের নীতি আদর্শে বিশ্বাসী হয়ে এই দল থেকে জনকল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি।

এদিন মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test