E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাকতদের দ্রুত গ্রেফতার দাবি

২০২৫ অক্টোবর ০৪ ১৮:৩১:৪৩
বগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাকতদের দ্রুত গ্রেফতার দাবি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসী হামলায় নিহতের প্রতিবাদে আজ শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। 

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দু’ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে ঘাকতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ বাগেরহাটে এনে হাড়িখালী স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট পৌর বিএনপির সদস্য ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় থানায় কোন মামলা হয়নি। পুলিশ কোন ঘাতককে আটক করতে পারেনি। তবে, পুলিশ এক ঘাতকের বাড়ী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা, হাতুড়ী ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করেছে।

দু’ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফতার রবিউল ইসলাম, জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়ার বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ জাকির হোসেন, প্রকৌশলী মাসুদ রানা, খান মনিরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল। বক্তারা কোন দলমত না দেখে দ্রুত ঘাতকদের আটক করতে পুলিশের প্রতি আহবান জানান।

শুক্রবার সন্ধ্যায় বাগেহাট শহরের হাড়িখালি এলাকায় তার বাড়ীর কাছে সন্ত্রাসীরা সাংবাদিক হায়াতকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তার মা, স্ত্রী, ছোট দুটি মেয়ে রয়েছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সাংবাদিক হায়াত উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। শহরের হাড়িখালী এলকায় ইসরাফিল মোল্লা নামে এক ঘাতকের বাড়ী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা, হাতুড়ী ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। হত্যা মিশনে অংশ নেয়া কয়েকজনে নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের আটকে পুলিশের একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কোন ঘাতককে আটক করা যায়নি। তবে লেখালেখি, দলীয় কোন্দল না এলাকার অধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test